হার্ডওয়্যারপ্রযুক্তি-বাজার

হার্ডডিস্ক’র বর্তমান বাজার মূল্য

হার্ডডিস্ক ডাটা স্টোরেজ এর জন্য অন্যতম প্রধান একটি অংশ। হার্ডডিস্ক হলো একটি কম্পিউটার ষ্টোরেজ ডিভাইস। এই ব্লগপোষ্টের মাধ্যমে জানবো বর্তমান বাজারে বিদ্যমান মূল্য সমূহ।

হার্ডডিস্ক'র বর্তমান বাজার মূল্য 2হার্ড ড্রাইভের হিষ্টোরি শুরু হয় প্রায় ৬০ বছর আগে এবং প্রথম হার্ড ডিস্ক তৈরী করে IBM কোম্পানি। তারা সর্ব প্রথম হার্ড ডিস্ক তৈরী করে ১৯৫০ সালে এবং তখন থেকেই হার্ড ড্রাইভ সেকেন্ডারি ষ্টোরেজ ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। ১৯৬০ সাল থেকে নন-ভোলাটাইল ষ্টোরেজ ডিভাইস এর জন্য প্রতিটি কম্পিউটারে কমপক্ষে একটি করে হার্ড ড্রাইভ থাকতে শুরু করে।

হার্ডডিস্ক সাধারনত দুই ধরনের হয়ে থাকে। ইন্টারনাল হার্ডডিস্ক এবং এক্সটারনাল হার্ডডিস্ক। প্রয়োজন অনুযায়ী কোনটা কিনবেন আর বাজেট অনুযায়ী হার্ডডিস্ক নির্ধারণ করতে নিচে হার্ডডিস্কের বর্তমান বাজার মূল্য দেয়া হলঃ


  • ৫০০ জিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৭৫০ টাকা।
    ১ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৩৫০০ টাকা।
    ২ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৪৫০০ টাকা।
    ৩ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৫১০০ টাকা।
    ৪ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৯০০০ টাকা।

এছাড়া ব্রান্ড এর উপর হার্ডডিস্কের দাম নির্ভর করে। ডেক্সটপ এর অথবা ল্যাপটপ এর বিভিন্ন ব্রান্ড এর হার্ডডিস্ক এর দাম নিচে দেয়া হলঃ


  • স্যামসাঙ ব্রান্ডের হার্ডডিস্কের সর্বনিম্ন মূল্যঃ ৭৫০ টাকা।
  • ওয়েস্টার্ন ডিজিটাল ব্রান্ডের হার্ডডিস্কের সর্বনিম্ন মূল্যঃ ৮০০ টাকা।
  • তোশিবা ব্রান্ডের হার্ডডিস্কের সর্বনিম্ন মূল্যঃ ৩১০০ টাকা।
  • ট্রান্সসেন্ড ব্রান্ডের হার্ডডিস্কের সর্বনিম্ন মূল্যঃ ৪৮০০ টাকা।
  • সেগেট ব্রান্ডের হার্ডডিস্কের সর্বনিম্ন মূল্যঃ ৫৬০০ টাকা।
  • এডাটা ব্রান্ডের হার্ডডিস্কের সর্বনিম্ন মূল্যঃ ৬০০০ টাকা।

হার্ডডিস্ক কেনার টিপস-দাম কম বেশি হবার কারনঃ

হার্ডডিস্ক এর আয়ুস্কাল, হেড, সার্কিট ও ইউজিং আওয়ার এর উপর ডিপেন্ড করে একই ক্যাপাসিটির হার্ডডিস্ক বিভিন্ন দামের হয়ে থাকে। 

বিঃদ্রঃ এই মূল্যসমূহ এর সাথে বাজারে মূল্য কম বেশি হতে পারে, এবং জন্য টেকমাস্টারব্লগ কোন ভাবেই দায়ী নই। এক্ষেত্রে ব্লগ দাতার ও বিডিস্টল কর্তৃপক্ষ দায় ভার বহন করবে।

কৃতজ্ঞতায়ঃ bdstall

nipunbd

i am an it executive in a reputed company in bangladesh

2 thoughts on “হার্ডডিস্ক’র বর্তমান বাজার মূল্য

  • Very nice blog: go to same article also my web: techonlinebd.com

    Reply
  • সর্বদা ভাল ব্যান্ডের হার্ডডিস্ক কেনা ভাল।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।