সর্বশেষ টেক নিউজপ্রতিবেদন

শাওমি’র আর এন্ড ডি সেন্টার ফিনল্যান্ডে

ক্যামেরা টেকনোলজিতে আরো বাজিমাত করতে চায়নার হ্যান্ডসেট নির্মাতা শাওমি ফিনল্যান্ড এর টামপেরে তে গবেষনা ও উন্নয়ন কোম্পানির নিবন্ধন করেছে সম্প্রতি। ক্যামেরা এক্সপার্টদের বসবাস, এটা সেই শহর যেখানে নোকিয়ার রিসার্চ সেন্টার রয়েছে মেলা সময় ধরে।

হাইলাইটঃ

  1. টামপেরে হল ক্যামেরা এক্সপার্টদের আবাস, যা নোকিয়ার অবদান।

  2. হুয়াওয়ের আর এন্ড ডি সেন্টার ও ফিনল্যান্ড এর এই শহরেই।

  3. শাওমির প্রতিষ্ঠিত ২ টি কোম্পানি আছে এই শহরে।

স্মরন করা ভালো, ফিনিশ শহর টেমপারেতে বিশ্বের সেরা ক্যামেরা এক্সপার্টরা বসবাস করে।

এক প্রতিবেদনের তথ্য মতে, শাওমি মূলত হুয়াওয়েকে ফলো করে ফিনল্যান্ড এর দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগাচ্ছে। যেখানে নোকিয়ার অনেক এক্সপার্ট এর জায়গা হয় হুয়াওয়েতে এবং লেইসার সাথে চুক্তির পর থেকে হুয়াওয়ের ডিভাইস গুলো মার্কেটে সেরা ক্যামেরা ফোন এর তকমা পাচ্ছে, যা কিনা শাওমির লক্ষ ও বটে। [নোকিয়ামবডটনেট]

উল্লেখ্য সেপ্টেম্বর ২০১৬ তে চাইনিজ টেক টাইটান হুয়াওয়ে তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি স্থাপন করেছিল টামপেরেতে।

টেমপেরে ইউনিভার্সিটি অব টেকনোলজির কাচ ঘেষা নতুন এই সেন্টারটি কি পারবে নতুন প্রযুক্তি বিষ্ময় নিয়ে হাজির হতে? প্রশ্নটা না হয় তোলা থাকলো।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।