হুয়াওয়ে ইউএস কর্মী ছাটাই!
চাইনিজ টেলিযোগাযোগ ফার্ম হুয়াওয়ে ইউএস এর শতশত কর্মী ছাটাই করার প্রস্তুতি নিচ্ছে, রিপোর্ট করেছে দা ওয়াল স্ট্রীট জার্নাল। ইউএস-চীন ট্রেডওয়ার এর কারনে সম্প্রতি হুয়াওয়ে ব্যান এর কারনে কোম্পানিটি কঠিন সময় পার করছে নিঃসন্দেহে। তবে বেগতিক অবস্থা ও হুয়াওয়ের উত্তরনের কারনেই কিনা ট্রাম্প সরকার পুনরায় ট্রেড ব্যান সরিয়ে নিয়েছে। ওয়াল স্ট্রীট এর মতে, ফিউচারুই টেকনোলজিজ নামক রিসার্চ ল্যাব এর কর্মীদের চাটাই এর পরিকল্পনা করছে। চায়নায় স্থানান্তরের মাধ্যমে হুয়াওয়ে তাদের চাইনিজ কর্মীদের কথা পরিবর্তন হিসেবে ভাবছে।
যদিও কাউকে কাউকে ইতিমধ্যে ছাড়ের নোটিস দিয়ে দেওয়া হয়েছে, বাকীদের ও ভবিষ্যতে একই পথে হাটাবে কোম্পানিটি।
উল্লেখ্যঃ মে মাসে হোয়াইট হাউজের এর এক এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে হুয়াওয়ের প্রতি অ্যামেরিকান নিষেধাজ্ঞা আরোপ হয়, যার কারনে কোম্পানিটি হার্ডওয়্যার ও সফটওয়্যার কিনতে পারতোনা ইউ এস থেকে। একই কারনে গুগল ইনটেল কোয়ালকম সাপোর্ট ও সীমিত করা হয়েছিল। যদিও সম্প্রতি এই ব্যান উঠিয়ে দেওয়া হয়েছে।
তথ্যসূত্রঃ দা ভার্জ
Very nice blog: go to same article techonlinebd.com