টিপস/ট্রিক্স

ডায়াল-আপ ইন্টারনেট পুনরায় সংযুক্ত হবে স্বয়ংক্রিয়ভাবেই !!

বর্তমান তৃতীয় প্রজন্মের যুগেও যারা ডায়ালাপ ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রায়ই নেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মত কমন বাজে সমস্যার সম্মুক্ষিন হন। যার পরিপূর্ন সমাধান নিয়ে হাজির হয়েছেন টেকপ্রেমী নুরমোহাম্মদ ভুইয়া

নেট ব্যবহার করতে করতে হটাত করেই সংযোগ চলে যায় । তখন আবার কানেক্ট করার প্রয়োজন হয় যা যথেষ্ট বিরক্তিকর। আপনি রিকানেক্ট সফটওয়ারটি দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এটি ডিসকানেক্ট হওয়া সংযোগটিকে বারবার কানেক্ট করার রিকোয়েস্ট পাঠায়। রিকানেক্ট সফটউয়ারটি মাত্র ২০০ কেবি এবং পোর্টেবল। প্রথমে রিকানেক্ট লিংক থেকে ডাউনলোড করে নিন পরে নিচের মত সেটিংস করে নিন ।

1

 

 

 

 

 

2

 

 

 

 

3

 

 

 

4

 

 

ব্যস কাজ শেষ এখন আপনি পিসির সাথে না থাকলেউ ইন্টারনেট বিচ্ছিন্ন হলেউ আর চিন্তা নেই এটি নিজেই কানেক্ট করে নিবে

 

নুরমোহাম্মদ ভুইয়া

জীবনে অনেক হেরেছি, কিন্তু কখন হারতে শিখিনি http://www.facebook.com/jadobd

2 thoughts on “ডায়াল-আপ ইন্টারনেট পুনরায় সংযুক্ত হবে স্বয়ংক্রিয়ভাবেই !!

  • অনেক সুন্দর একটি পোষ্ট। তবে আমার কাজে আসলো না কারন Dial up connection এখন আর ব্যবহার করি না। তবে এখনও যারা ব্যবহার করেন তাদের জন্য বেশ কাজের।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।