ফেসবুক ক্রাইমঃ ২০০ ফেসবুক আইডিসহ গ্রেপ্তার!
৬ লাখ(প্রতারনার) টাকা সাথে ২০০ ফেসবুক আইডি সহ গ্রেপ্তার ফেসবুক প্রতারনার ভিলেইন কাউসার আহমেদ। এব্যাপারে ডি এম পি থেকে জানা যায়
DMP’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের পুলিশ সুপার Mishuk Chakma এর তত্বাবধানে এসি Dhruba এর নেতৃত্বে সোস্যাল মিডিয়া মনিটরিং টিম গত ২ অক্টোবর ২০১৯ তারিখে সন্ধ্যা ৯ টা ৩০ এ কাওসার আহমেদ (২০) @ জিসান @ সোলেমান খান-কে হ্যাকিঙে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং ৫,৭৭,৭৮৬.৩৭ টাকাসহ কোটবাড়ি, কুমিল্লা থেকে গ্রেফতার করে।
হ্যাকার ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করে আইডির টাইমলাইন ও ইনবক্সে ব্যক্তিগত ছবি/ভিডিও পোস্ট করে সম্মানহানির ভয় দেখিয়ে বিভিন্ন অংকের টাকা দাবী করত।বেশ কিছু সংখ্যক ক্ষতিগ্রস্থরা ইতোমধ্যে হ্যাকারকে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে বাধ্য হয়। মোবাইল ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্ক্রিল, জিমেইল থেকে তথ্য নিয়ে প্রযুক্তির সাহায্যে হ্যাকারকে সনাক্ত করে আটক করা হয়। গ্রেফতারকালে আসামীর ব্যবহৃত স্মার্টফোনে দুই শতাধিক ফেসবুক আইডি হ্যাকের আলামত পাওয়া যায়।