প্রযুক্তি আয়োজন

ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯ঃ ১০-১৪ অক্টোবর

বছর শেষ কিংবা শুরুর দিকে অনেক ব্যবহারকারীই দৃষ্টি থাকে কম্পিউটার মেলা’র দিকে। কারন আকর্ষনীয় ছাড় সহ পাওয়া যায় গিফট হ্যাম্পার। এলিফ্যান্ট রোডের ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯ এর খবর জানবো প্রযুক্তি আয়োজন এ

গত ১০শে অক্টোবর সাইন্স ল্যাব এর মাল্টিপ্ল্যান সেন্টারে জাঁকজমকভাবে শুরু হয়েছে দশম ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯’।  ৫ দিনের এই মেলা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি’  প্রতিপাদ্যের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

৭৪০+ টি প্রতিষ্ঠানের নিত্যনতুন প্রযুক্তিপণ্য ও কলাকৌশল প্রদর্শিত হবে ভবনটির ১ম থেকে ১০ তলা পর্যন্ত।

ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯ঃ ১০-১৪ অক্টোবর 2

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক আবু মোতালেব, হাফেজ হারুন, খন্দকার মঈনুর রহমান জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার সিটি সেন্টারে সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান।


মেলায় প্লাটিনাম স্পন্সরঃ এসার, ডেল, এইচপি, ক্যাসপারস্কি,

গোল্ড স্পন্সরঃ আসুস, লেনোভো, এ-ডাটা,

সিলভার স্পন্সরঃ ডাহুয়া ও টিপি-লিংক,

স্পন্সরঃ ইসেট, টেনডা, ট্রানসেন্ড, ওয়েব লিংক,

গেমিং পার্টনারঃ গিগাবাইট ।


তথ্যপ্রযুক্তির উন্নয়নে এ মেলার ভূমিকা কতখানি? এ প্রশ্নের জবাবে মেলার আহ্বায়ক দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান জানান, প্রযুক্তিপ্রেমীদের মিলনস্থল এই মেলাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি পন্য প্রদর্শন করে এবং ব্যবহারকারীরা একই ছাদের নিচে এই মেলাতেই আকর্ষনীয় ছাড়ে নিত্যনতুন গ্যাজেট ও এক্সেসরিজগুলো কিনতে পারে।

প্রবেশ মূল্য ১০ টাকা হলেও স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।