অপারেটিং সিস্টেম তৈরিতে ফেসবুক
অন্যান্য কোম্পানীর অপারেটিং সিস্টেমের উপর অনেক বেশী নির্ভরশীল থাকতে হয় ফেসবুকের। কিন্তু এ দৃশ্য আর বেশীদিন নয়। ফেসবুক এখন নিজেই তৈরি করতে যাচ্ছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম।
অন্য কোনো কোম্পানির ওএস নির্ভরতা থেকে সরে আসতে ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে। কারণ এখন তারা হার্ডওয়্যার সেকশনেও আধিপত্য বিস্তার করার সুযোগ খুজছে। ফেসবুকের হার্ডওয়্যার বিভাগীয় প্রধান, এন্ড্রিউ বোসওরথ বলেন, “ পরবর্তী প্রজন্মে আমাদের জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই। এবং এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা বাজারের অন্যান্য প্রতিযোগীদের উপর নির্ভর বা বিশ্বাস করতে পারি না। তাই এখন এটি আমরা নিজেরাই করবো।“
গত বছর আমরা জানতে পেরেছি যে ফেসবুক তাদের নিজস্ব চিপ ডিজাইন করছে। এখন তারা হাতে নিয়েছে অপারেটিং সিস্টেম তৈরি করার। অবশ্য এটাই ফেসবুকের প্রথম চেষ্টা না ওএস তৈরিতে। এর আগেও ২০১৩ সালে ফেসবুক এইচটিসি ফোনের মাধ্যমে একটি ফেসবুক ওএসের প্রচেষ্টা চালিয়েছিলো। যা সফলতার মুখ দেখেনি। এবার কি হতে চলেছে ভিন্ন কিছু নাকি এন্ড্রয়েড, আইওএস এর কাছে পাত্তা পাবে না নতুন ওএসটি? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।