অরিজিন’র ডাউনলোড স্পিড বাড়ান ৪ ধাপে
স্টিম, এপিক স্টোরের মতো অরিজিন জনপ্রিয় গেম লঞ্চার। কিন্তু আমাদের পছন্দের গেমটি অরিজিন থেকে ডাউনলোড করতে সময় লাগে প্রায় ১ দিন; যদি ভালো স্পিড না পাওয়া যায়। যা অবশ্যই বিরক্তিকর, তাই আমরা আজ অরিজিন’র ডাউনলোড স্পিড নিয়ে একটি ট্রিকের সাথে পরিচিত হবো।
১। আপনার ডেস্কটপে “EACore.ini “ নামে টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করুন।
২। নোটপ্যাড দিয়ে ফাইলটি ওপেন করুন এবং নিচের লাইনগুলো পেস্ট করে দিন।
[connection]
EnvironmentName=production[Feature]
CdnOverride=Akamai
৩। ফাইলটি সেভ করুন
৪। অরিজিন ওপেন করুন এবং চেঞ্জেস এক্সেপ্ট করুন।
এই ৪ টি ধাপ ফলো করলেই আপনার অরিজিন ডাউনলোড স্পিড বৃদ্ধি পাবে প্রায় ৩ থেকে ৪ গুন।
এরকম আরও অসংখ্য টিপস/ট্রিক্স পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।