টিউটোরিয়ালগেমসটিপস/ট্রিক্স

অরিজিন’র ডাউনলোড স্পিড বাড়ান ৪ ধাপে

স্টিম, এপিক স্টোরের মতো অরিজিন জনপ্রিয় গেম লঞ্চার। কিন্তু আমাদের পছন্দের গেমটি অরিজিন থেকে ডাউনলোড করতে সময় লাগে প্রায় ১ দিন; যদি ভালো স্পিড না পাওয়া যায়। যা অবশ্যই বিরক্তিকর, তাই আমরা আজ অরিজিন’র ডাউনলোড স্পিড নিয়ে একটি ট্রিকের সাথে পরিচিত হবো।

 

১। আপনার ডেস্কটপে “EACore.ini “ নামে টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করুন।

২। নোটপ্যাড দিয়ে ফাইলটি ওপেন করুন এবং নিচের লাইনগুলো পেস্ট করে দিন।

 

[connection]
EnvironmentName=production

[Feature]
CdnOverride=Akamai

 

৩। ফাইলটি সেভ করুন

 

৪। অরিজিন ওপেন করুন এবং চেঞ্জেস এক্সেপ্ট করুন।

 

এই ৪ টি ধাপ ফলো করলেই আপনার অরিজিন ডাউনলোড স্পিড বৃদ্ধি পাবে প্রায় ৩ থেকে ৪ গুন।

এরকম আরও অসংখ্য টিপস/ট্রিক্স পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।

Sabbir Hasan

প্রযুক্তি নিয়ে অত্যন্ত কৌতূহলী। জানতে এবং জানাতে ভালো লাগে, তাই মাঝে মাঝে টুকিটাকি এই অনভিজ্ঞ হাতের লেখালিখি। পড়ালেখার পাশাপাশি আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।