হুওয়ায়ে ওয়াচ জিটি ২ চলবে ১৪ দিন
ইউএস ব্যান এর পর হুয়াওয়ে আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠছে। চীনে তারা সেরা ও জনপ্রিয় হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তেও খেলা জমিয়ে তুলতে, আজ বৈশ্বিক বাজারকে লক্ষ করে, কিরিন এ১ চিপ নির্ভর হুয়াওয়ে ওয়াচ জিটি ২ উন্মোচন করেছে ভারতে।
উল্লেখ্যঃ
ওয়্যারলেস হেডফোন, নেক মাউন্টেড হেডফোন, স্মার্টস্পিকার, স্মার্টগ্লাস ও স্মার্টওয়াচ কেন্দ্রিক চিপ কিরিন এ১
ওয়াচ জিটি’র সাক্সেসর হিসেবে যা যা থাকছে জিটি২ তেঃ
- ৪৫৫ পর্যন্ত মিলিঅ্যাম্প ব্যটারি
- ১.৩৯ ইঞ্চি ৫৪৫*৪৫৪ অ্যামোলেড ডিসপ্লে
- কানেক্টিভিটিঃ ব্লুটুথ ৫.১, জিপিএস, ওয়াইফাই
- ৫ এটিএম
- লাইট ওএস
- ২ জিবি স্টোরেজ
- হার্ট রেট
- স্লীপ ট্র্যাকিং
- স্ট্রেস মনিটর
- ফিটনেস মুড ১৫ টা
- ডুয়েল ফ্রিকোয়েন্সি
- VO2
হুওয়ায়ে ওয়াচ জিটি ২ দাম কেমন?
হুওয়ায়ে ওয়াচ জিটি ২ ভারতে অ্যামাজন, ফ্লিপকার্ট, হুওয়ায়ের অনলাইন স্টোর এ পাওয়া যাবে এবং দোকানে আসতে পারে ১৯ ডিসেম্বুরের দিকে। প্রি সেল চালু হবে ১২ই ডিসেম্বরে। ১ম দিকের বায়াররা আকর্ষনীয় গিফট হিসেবে পাবে হুয়াওয়ে ফ্রিলেস ব্লুটুথ হ্যাডসেট (৭০০০ টাকা মূল্যমানের)।
৪২ ন্যানোমিটার ভেরিয়েন্টের দাম ১৮০০০ টাকা
৪৬ ন্যানোমিটার ভেরিয়েন্টের দাম ১৯০০০ টাকা থেকে ২৭ হাজার পর্যন্ত।
যদিও সম্প্রতি হনার ম্যাজিক ওয়াচ ২ তে ৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
এখন দেখার বিষয় কেমন মার্কেট দখল করতে পারে জিটি ২।