নিরাপত্তাঅ্যান্ড্রয়েড

যে ওয়ালপেপার শাওমি ফোনকে বিকল করবে!

ফোনের লুক পরিবর্তন করতে ওয়ালপেপার খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমরা প্রায়শই ফোনের ওয়ালপেপার পরিবর্তন করে থাকি। কিন্তু কখনও কি ভেবেছেন একটি ওয়ালপেপার পারে ফোনটিকে বিকল করে দিতে? হ্যা, এমন রিপোর্ট পাওয়া গিয়েছে শাওমি এর মি ৯ ফোনে

যে ওয়ালপেপার শাওমি ফোনকে বিকল করবে! 2

রেডিট ইউজার “Soroush_kohan” এই বাগটির কথা জানিয়েছেন এবং সবাইকে সতর্ক করেছেন যেন তারা এই ভুলটি না করে। সে তার পোস্টে জানিয়েছেঃ

“আমি আমার ফোনে এই ওয়ালপেপারটি গুগল থেকে ডাউনলোড করি এবং এটি সেট করার সাথ সাথে আমার ফোনের স্ক্রিন প্রতি ১ সেকেন্ড পর পর অন এবং অফ হতে শুরু করে। ৫-৬ বার এমন হওয়ার পরে স্ক্রিনে ৩ টি অপশন আসে, রিবুট (একই ফলাফল), ডাটা মুছে ফেলুন, মি এসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করুন। ফোনের সব ডাটা মুছে ফেলার পরে আমার ফোনটি আবার কাজ করতে শুরু করে।“

 

ওয়ালপেপারটি দেখে বোঝার উপায় নেই যে এটি ফোনের কোনো ক্ষতি করতে পারে। কিছু ইউজার এই ওয়ালপেপারটি তাদের মি 9T Pro তেও টেস্ট করেছিল এবং তাদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়। ধারণা করা হচ্ছে, এটি মিইউআই এর একটি সমস্যা যা এখনও ফিক্স করা হয়নি। তাই সকলে চেষ্টা করবেন এই ওয়ালপেপারটি ডাউনলোড বা ব্যাবহার করা থেকে বিরত থাকতে।

Sabbir Hasan

প্রযুক্তি নিয়ে অত্যন্ত কৌতূহলী। জানতে এবং জানাতে ভালো লাগে, তাই মাঝে মাঝে টুকিটাকি এই অনভিজ্ঞ হাতের লেখালিখি। পড়ালেখার পাশাপাশি আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।