এন্ড্রয়েড মোবাইল সেটই যখন স্ক্যানার : এ্যাপস রিভিউ
এন্ড্রয়েড সেটটা হাতে পাওয়া পর এ্যাপস নিয়ে খাটাখাটি চলতে থাকে।এক একটি এ্যাপস আর যেন এক একটি চমকের মত।এ্যাপস এর জগতে যেন হারিয়ে যাওয়া।
এ্যাপসটির অদিকথা:
আমার সনি এক্সপিরিয়া সোলা হাতে পাওয়া পর মাঝে মাঝে দরকারি কোন ডকুমেন্ট যেমন ক্লাসের নোট,হয়ত ক্লাসে লেটে গেলাম তখন বন্ধুর খাতা দেখে লেকচার তুলা আমার কাছে বিরক্ত লাগে তাই মোবাইল দিয়ে ছবি তুলি রাখতাম।পড়ে দেখলাম ছবি তুলে মাঝে মাঝে অনেক লেখা বুঝা যায় না ।
আমি প্রচন্ড বই পড়তে পছন্দ করি কিন্তু সব বই আমার পক্ষে কিনে পড়া সম্ভব নয়।পিডিএফই হচ্ছে আমার শেষ ভরসা।আমার মোবাইলটা বেশির ভাগ সময় ব্যায় করি ইবুক পড়ে।কিন্তু অনেক বই পিডএফ পাওয়া যায় না।হার্ড কপি পড়তে হয়।তখন চিন্তা করলাম আমার কাছে থাকা হার্ড কপিগুলো যদি স্ক্যান করে দেই তাহলে যারা আমার মত তাদের উপকার হবে।কিন্তু আমার তো স্ক্যানার নেই।আর স্ক্যানার কিনার টাকাও নেই।প্রথমে ভাবলাম হার্ড কপি বইয়ের একটা একটা পৃষ্ঠা ছবি তুলে পিসি এনে ছবিগুলো ক্রপ করে পরে পিডিএফ করে আপলোড করে দিব।কিন্তু এভাবে একটা বই ছবি তুলে পিডিএফ এবং ক্রপ করে ছবির সাইজ ঠিক করতে করতে আমার জান কাবাব হয়ে গেল।
তখন চিন্তা করলাম যদি এমন একটা এ্যাপস পেতাম ছবি তুলার সাথে সাথে পিডিএফ বানানো যায় মোবাইলেই তাহলে মন্দ হয় না।শুরু করলাম সার্চ।অনেক এ্যাপস পেলাম।কয়েকটা ট্রাই করলাম কাজ করল না।এরপর খুঁজে পেলাম “CamScanner” নামে এ্যাপসটি।
কি করা যাবে এই এ্যাপসটি দিয়ে।আমি যা প্রত্যাশা করেছিলাম তা থেকে অনেক বেশি কিছু কাজ করা যায় এই এ্যাপসটি দিয়ে।আমি এই এ্যাপসটি ব্যাবহার করে ৩০ মিনিটে একটা ৯১ পৃষ্ঠার বই পুরোপুরি স্ক্যান করেছি বইটি হল
নদী ও চাষীর গল্প- আবদুল্লাহ আবু সায়ীদ
।এবং সেই ইবুকের সবগুলো পৃষ্ঠা সম্পূন বুঝা যায় এবং ঘোলা হয় না।
এবার দেখি এ্যাপসটি সম্পকে কিছু তথ্য।কোন এ্যাপস নামানোর আগে আমি রেটিং দেখি।চলুন দেখি “camscanner” এ্যাপসটির রেটিং
এ্যাপসটির “instal” করলেই বুঝতে পারবেন এটির ব্যাবহার খুব কঠিন কিছু না।কয়েকটি স্কীনশর্ট
১.ক্যামেরা বাটনে ক্লিক করে। ছবি তুলন প্রথমে সেই পেইজটি স্ক্যান করবেন।
বি:দ্র:দেয়াল- হুমায়ন আহমেদ এর পুরো বইটাও স্ক্যান করেছিলাম।অনেক টাইম লেখছ।যারা দেয়াল বইটি পড়েনি তারা পড়ে দেখতে পারেন।চমৎকার একটা বই।
২.ছবি তুলার পর ছবটি থেকে প্রয়োজন মত সাইজ করে অংশ ক্রপ করে নিন।
৩.মন মত ইফেন্ট দেন কোনটা আপনার দরকার।তবে আমি সাজেশন করব ডিফল্টটাই থাকতে।”high enhance mode”ইফেন্টটাই ভাল মনে হয়েছে আমার কাছে।
কয়েক সেকেন্ডের মধ্যে পেইজটি স্ক্যানারের মত স্ক্যান হয়ে গেছে।
এভাবে যে কয়টি পৃষ্ঠা দরকার ছবি তুলুন।এবার পিডিএফ করতে এ্যাপসটির নিচে দেখুন একটা পিডিএফ এর অপশন আছে সেখানে ক্লিক করুন।
হয়ে যাবে পিডিএফ এ কনর্ভাট
এবার এ্যাপটির ডাউনলোড করার পাল্লা।আপনি “google play” থেকে ডাউনলোড করতে পারেন লিংক
অফলাইন ভার্শন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। আমি ড্রপবক্সে আপলোড করে দিয়েছি
ড্রপ বক্সের লিঙ্কতো আমার কাছে খালি আসতেছে 🙁