সর্বশেষ টেক নিউজপ্রতিবেদন

পাঠাও – ১ম রাইড শেয়ার লাইসেন্স

দেশের রাইড শেয়ার কোম্পনি পাঠাও লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পেয়েছে বি আর টি এ থেকে। ১ম কোম্পানি হিসেবে তারা এই স্বীকৃতি পেলেও কোম্পানিটি ২০১৬ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো
বর্তমানে তাদের ২ লাখ এর অধিক নিবন্ধিত রাইডার রয়েছে যারা ৬০ লাখের মত নিবন্ধিত ব্যবহারকারীকে সেবা দিয়ে থাকে

এ ব্যাপারে হুসেইন মোঃ ইলিয়াস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,

দেশের এই বিপুল চাহিদা সম্পন্ন ডিজিটাল সেবার জায়গায়, আমরা খুবই কৃতজ্ঞ সনদ নিবন্ধন পেয়ে

এই প্রধান নির্বাহী কর্মকর্তা আরো জানান,

এই সংযুক্তি সনদ আরো এক ধাপ এগিয়ে দিলো, ডিজিটাল বাংলাদেশের জীবন প্রবাহের লক্ষে

দেখার বিষয় কতটুক আইন মান্য করে গ্রাহকদের সেবা দিতে পারে পাঠাও রাইডার রা। কারন এ পর্যন্ত বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে রাইড শেয়ারিং সেবায়।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।