রেডমি কে৩০ প্রো
মঙ্গলবার, ডিসেম্বর ১০, এ চাইনিজ উতপাদক রেডমি, তাদের সিরিজের শেষ আপডেট রেডমি কে৩০ রিলিজ করেছিলো। এই স্মার্টফোনের ৪জি ভার্সন ও ৫জি ভার্শন এর সাথে একটি প্রো ভার্সন ও থাকবে। যাইহোক, সাম্প্রতিক এক রিপোর্ট বলছে আগামী বছরের মার্চ এ রেডমি কে৩০ প্রো ভার্সনটি আসবে। সেক্ষেত্রে আমরা ধারনা করতেই পারি, কোম্পানি এনাউন্স করলেও এটা সেরা অবস্থানে থাকবে আগামী বছরই।
ধারনামতে, কে৩০ তে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর এর সাথে স্নযাপড্রাগন এক্স৫৫ ৫জি বেসব্যান্ড থাকবে। নেটিজেনদের মনে উন্মোচন মার্কেট নিয়ে সন্দেহ থাকলেও সুধাংশু বলছে চায়না মার্কেট কেন্দ্রিক ই হবে এই ফোনটি।
রেডমি’র ভাইস প্রেসিডেন্ট লু উইবিং এর মতে, রেডমি কে৩০ তে এসওসি হিসেবে স্ন্যাপড্রাগন ৭৬৫জি থাকবে যাতে স্ন্যাডা এক্স৫২ ৫জি মডেম সংযুক্ত থাকবে।
রেডমি কে৩০ এস এ / এন এস এ ৫জি ডুয়েল মোড, যা ৩.৭ জিবিপিএস এর ডাউনলিংক পাবে।এতে ৫ম প্রজন্মের কোয়ালকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন ব্যবহার করবে।
তাছাড়াও এতে পার্শ্ব ফিংারপ্রিন্ট সেন্সর, ডুয়েল পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা এবং ১২ অ্যান্টেনা দিজাইনের ফিচার রয়েছে।
এর বাইরেও, রেডমি কে ৩০ হোয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করবে, যেটা কিনা কে ৩০ প্রোর ক্ষেত্রে ৬৬ হোয়াট পর্যন্ত বাড়বে।
তা কেমন মনে হলো রেডমি ধামাকা!