ইমিউআই ১০ আপডেট হুয়াওয়ের যে ফোনে
ইউএস চায়নার ট্রেড ওয়্যারে লাভবান হলো কি হুয়াওয়ে? তা হোক না হোক, নতুন বছরে হুয়াওয়ের যে ফোনগুলো ইমিউআই ১০ পাবে তা নিয়ে আজকের আয়োজন। যদিও বেশ কিছু স্মার্টফোনে ১০ম ইমিউআই সংস্করন এসে পড়েছে, তবে যারা পায়নি তবে পাবে সেগুলোর একটা তালিকা করা যেতেই পারে।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এই ইমিউআই ১০ এর যদিও স্ট্যাবল ফাইনালি চেক করা সম্ভব হয় নি, তবে নিচের ফোন গুলো ওটিএ আপডেট পেতেই পারে খুব শীঘ্রইঃ
- পি২০
- পি২০ প্রো
- ম্যাট ১০
- ম্যাট ১০ প্রো
- পি২০ লাইট
- পি ৩০ লাইট
- ম্যাট ১০ লাইট
চাইনিজ ফোন তৈরীকারক কোম্পানি গুলোর দিকে তাকালে দেখা যাবে যে অনেকেরই বছর শেষেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্শনের আপডেট পেয়েছে, হুয়াওয়ে এখন সেদিকেই নজর দিচ্ছে।
আরো কিছু ফোন যদিও বছরের ২য় প্রান্তিকে আপডেট পাবার সম্ভাবনা আছে, সেগুলো হলোঃ
- পি স্মার্ট
- পি স্মার্ট+
- এঞ্জয় ১০এস
- পি স্মার্ট জেড
- নোভা ৫
- নোভা ৫য়াই প্রো
- নোভা ৫জে
- ওয়াই৯ ২০১৯ (অনিশ্চিত)
ওয়াই৭ ২০১৯ (অনিশ্চিত)
ওয়াই৬ ২০১৯ (অনিশ্চিত)
ওয়াই৫ ২০১৯ (অনিশ্চিত)
তা আপনার ফোন কি পাচ্ছে আপডেটটি?
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য।
সত্যিই প্রতিদিন নতুন নতুন টেকনোলজির আগমন আমাদের জীবনকে অনেক বেশী সহজ ও আরামদায়ক করে তুলেছে।
তবে মাঝে মাঝে শুধু একটি অভিজ্ঞতার জন্য অথবা কোন একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য আমাদের কিছু টেক প্রোডাক্ট কিছুদিনের জন্য হাতের কাছে থাকলেই হয়।
তাই সেক্ষেত্রে আপনার অল্পকিছু দিনের কাজের জন্য অই টেক প্রোডাক্ট ক্রয় করার চেয়ে ভাড়া নিয়ে কাজ করাটা অনেক বেশী সাশ্রয়ী।
তাই এখন আপনি চাইলেই ভাড়া দিব ও নিব.কম থেকে টেক প্রোডাক্ট সহ যেকোন পণ্য ভাড়া দিতে ও নিতে পারবেন।