পোকো এক্স২ তে ২৭ওয়াট ফাস্ট চার্জ
শাওমির অন্যতম স্ট্যাবল ও পাওয়ারফুল পোকো সিরিজের পোকো এক্স২ বের হচ্ছে এর সাক্সেসর এফ ১ এর ঠিক বছর দেড়েক পরে ।
কোম্পানিটি (২০১৮’র আগষ্ট এর পর) ফেব্রুয়ারির ৪ তারিখে আনতে যাচ্ছে পোকো (পোকোফোন) এর ২য় সংস্করন, যা সময়ের দাবীই অনেক দিন থেকে।
রেডমি’র কে৩০ কে কেন্দ্র করে হতে যাওয়া এক্স২ বিক্রি হবে ফ্লিপকার্ট (ইন্ডিয়াতে) যেখানে যানা গেছে পোকো এক্স ২ ১২০ হার্য এর রিয়েলিটিফ্লো ডিসপ্লে নিয়ে আসছে।
পোকো এক্স২ স্পেসিফিকেশনঃ
বাদবাকি স্পেক অফিশিয়াল ঘোষনার জন্য অপেক্ষায় আছে। তবে এক ভারতীয় সূত্রমতে, ৬.৬৭” স্ক্রীন ও কোয়াড(চার) ক্যামেরা সেটাপে পেছনে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৬ সেন্সর এর মূল ক্যামেরা থাকবে।
উল্লেখ্যঃ সনি আইএমএক্স ৬৮৬ সেন্সরটি উজ্জ্বল, রঙ্গিন ও লোলাইট শট এর জন্য উপযুক্ত সেন্সর।
পোকো এক্স২ এর মূল্যঃ
পোকো এক্স২ এর আনুমানিক মূল্য ১৯,০০০ রুপী, যা দেশে আসতে আসতে ৩০+ দাম হতে পারে।