প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

ব্যান হলেই প্ল্যান বি শাওমি’র

সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে গুগল হোম হাব থেকে শাওমিকে বাদ দেবার পরই এক সাক্ষাতকারে যুক্তরাস্ট্রের ব্যান তালিকা শাওমি যুক্ত হলে কি করবে সে ব্যাপারটি উঠে আসে। ইউএস চায়না ট্রেডওয়্যার ইস্যুতে ইউএস এর সাহায্য ছাড়াই শাওমি যাতে স্মার্টফোন তৈরী করতে পারে সে ব্যপারে কোম্পানিটি হুওয়ায়ের ব্যান এর পরপরই কাজ করতে শুরু করেছে বলে জানা গেছে।

ব্যান হলেই প্ল্যান বি শাওমি'র 2

শাওমির প্রোডাক্ট ম্যানেজার অ্যাবি গো এর সাক্ষাতকার থেকে জানা যায়, চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলো ইউএস এর সাহায্য ছাড়াই ফোন তৈরীতে মনোযোগ দিয়েছে।

কোম্পনিটির আয়ের বড় অংশই ইদানিং সেমিকন্ডাক্টর (চিপ) উতপাদনে খরছ হচ্ছে বলে জানা গেছে।

সাক্ষাতকারে ইউএস এর সাথে ভালো কাজের কথা উল্লেখ করে কোয়ালকমের চিপ এবং আইওটি ডিভাইসে গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহৃত হবার ফলে হুওয়ায়ে ব্যান এর প্রভাব মুক্ত থাকার কথা জানানো হয়েছে।

তবে নিষিদ্ধ হলেও প্ল্যান বি তে তাদের ব্যবসাইয়িকভাবে ক্ষতিগ্রস্থ না হবার সকল পরিকল্পনার কথা মাথায় নিয়েই আগাচ্ছে বলে জানানো হয়েছে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।