মি ১০ প্রো’র ডিজাইন ও স্পেক!
চায়না’র আইফোন ক্ষ্যাত শাওমি, মি ১০ ২০২০ সালের দুশ্চিন্তাময় অপেক্ষিত স্মার্টফোন। মি ৯ ও এর অন্য মডেলের সাক্সেসর হলেতো সুখবরই বটে। নানান দিক থেকে নানান লিক বেরুচ্ছে যদিও। তবে এটা অনুমেয় যে, মি ১০ এর সাথে মি ১০ প্রো ও আসছে।
তবে প্রোতে শুধু স্পেসিফিকেশান এর পাশাপাশি এর লুকে পরিবর্তন আসার ইঙ্গিত আছে।
ডিজাইন ও স্পেক এর ক্ষেত্রে জনপ্রিয় ডিজাইনার বেন গেসকিন এর মতে মি ১০ প্রো এর একটি কন্সেপ্ট এর আইডিয়া পাওয়া গেছে।
This is how Xiaomi Mi 10 Pro could look like based on latest leaks pic.twitter.com/u13BsCKylG
— Ben Geskin (@BenGeskin) January 6, 2020
শাওমি মি ১০ প্রো’র সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
- স্ক্রীন ৬.৫″ ফুল এইচডি+ ওলেড প্যানেল সাথে ৯০হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ + ৫জি
- র্যাম ১২ জিবি
- মেমরি: 128 GB, 256 GB and 512 GB.
- রিয়ার ক্যামেরা: ৪ ক্যামেরার ১০৮ মেগাপিক্সেল + 48 MP + 12 MP + 8 MP.
- ব্যাটারি: ৪৫০০mAh সাথে ৬৬ওয়াট এর ফাস্ট চার্জার ও ওয়্যারলেস চার্জিং ৪০ ওয়াট.
তা কার কি মত এব্যাপারে?