টেক গুজবমোবাইল-ম্যানিয়া

মি ১০ প্রো’র ডিজাইন ও স্পেক!

চায়না’র আইফোন ক্ষ্যাত শাওমি, মি ১০ ২০২০ সালের দুশ্চিন্তাময় অপেক্ষিত স্মার্টফোন। মি ৯ ও এর অন্য মডেলের সাক্সেসর হলেতো সুখবরই বটে। নানান দিক থেকে নানান লিক বেরুচ্ছে যদিও। তবে এটা অনুমেয় যে, মি ১০ এর সাথে মি ১০ প্রো ও আসছে।

তবে প্রোতে শুধু স্পেসিফিকেশান এর পাশাপাশি এর লুকে পরিবর্তন আসার ইঙ্গিত আছে।

ডিজাইন ও স্পেক এর ক্ষেত্রে জনপ্রিয় ডিজাইনার বেন গেসকিন এর মতে মি ১০ প্রো এর একটি কন্সেপ্ট এর আইডিয়া পাওয়া গেছে।

শাওমি মি ১০ প্রো’র সম্ভাব্য স্পেসিফিকেশনঃ


  • স্ক্রীন ৬.৫″ ফুল এইচডি+ ওলেড প্যানেল সাথে ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ + ৫জি
  • র‍্যাম ১২ জিবি
  • মেমরি: 128 GB, 256 GB and 512 GB.
  • রিয়ার ক্যামেরা: ৪ ক্যামেরার ১০৮ মেগাপিক্সেল + 48 MP + 12 MP + 8 MP.
  • ব্যাটারি: ৪৫০০mAh সাথে ৬৬ওয়াট এর ফাস্ট চার্জার ও ওয়্যারলেস চার্জিং  ৪০ ওয়াট.

তা কার কি মত এব্যাপারে?

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।