১২ রাইড শেয়ার কোম্পানি তালিকাভুক্ত
২০১৫’র মে মাস থেকে দেশে পরিচালিত সকল রাইড শেয়ার সার্ভিস অবৈধ হওয়ায় জুলাই ২০১৯ থেকে বিআরটিএ রাইড শেয়ার কোম্পানি গুলোর অন্তর্ভূক্তি শুরু করেছিলো।
রাইড শেয়ারিং সার্ভিস গাইডলাইন ২০১৭ অনুযায়ি সর্বমোট ১২টি রাইড শেয়ারিং কোম্পানিকে অনুমোদন দিয়েছে বিআরটিএ, তাদের বৈধতার জন্য।
সার্টিফিকেট পাবার জন্য অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হলোঃ
পিক মি লি.
কম্পিউটার নেটওয়ার্ক লি.
ওভাই সলুশন লি.
চালডাল লি.
পাঠাও লি.
ইজিয়ার টেকনোলিজি লি.
আকাশ টেকনোলিজিজ লি.
সেজেস্তো লি.
সহজ লি.
উবার বাংলাদেশ লি.
বাডি লি.
আকিজ অনলাইন লি.
ডিসেম্বরের ৩ তারিখ পাঠাও সার্টিফেকেট পায়।
এখন পর্যন্ত প্রায় ২৪ টির বেশি রাইড শেয়ারিং কোম্পানি তাদের কার্যক্রম চালালেও বৈধতা ১৯ সালের শেষের দিকে এসে পেলো ১২ কোম্পানি, যার কারনে বিআরটিএ এখন মনিটরিং ও তদারকি করতে পারবে এই রাইড শেয়ারিং সার্ভিসের উন্নয়নে।
এর মাঝে ট্যাক্সিগুলো এখন চাইলেই ফিক্স ফেয়ার ৮৫ টাকা ১ম ২ কিলোমিটারের জন্য এবং ৩৪ টাকা পরবর্তী কিলোমিটার হিসেবের বেশি চার্জ করতে পারবেনা।
You can add Rideox.com.bd this is another ride-sharing company served all-district in Bangladesh