শাওমি ১০ প্রো স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসরে
স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর , কোয়াড ক্যামেরা এবং সাথে বেশি ব্যাকাপের ব্যাটারি নিয়ে শাওমি ১০ প্রো রিলিজ দিতে যাচ্ছে জনপ্রিয় শাওমি কোম্পানি।
ফোনটিতে স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর এর সাথে পাচ্ছেন ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম এর সুবিধা।
ফোনটিতে থাকছে ১০৮০*২০৮০ পিক্সেল রেজুলেশনের ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
এই সুবিধা সমুহের ব্যাকাপ হিসেবে পাচ্ছেন ৬৬ ওয়াট এর ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫২৫০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি।
#Xiaomi #xiaomimi10 #Mi10Pro
Xiaomi Mi 10 Pro #5G engineering machine's screen with some intresting specs 😎 pic.twitter.com/wUTAYi6eBT— Xiaomishka (@xiaomishka) January 29, 2020
শাউমি ১০ প্রো ফোনটিতে থাকছে ৪ টি ক্যামেরা। মুল ক্যামেরা টি ১০৮ মেগাপিক্সেল এর। অন্য তিনটি ক্যামেরার মধ্যে থাকছে ১৬ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের।
এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রেয়েড ১০ ও মিইউআই ১১।