সাধ্যের মধ্যে অ্যাপল’র আইফোন এসই ২
মধ্যবিত্ত ও উন্নয়নশীল দেশের কথা মাথায় রেখে বিশ্বখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাপল’ আনছে আইফোন’র সুলভ সংস্করন। অ্যাপল’র আইফোন এসই ২ ২০১৬ সালে ১ম ছোট আকারের আইফোন এসই উন্মোচিত হয়েছিল। ২০১৭ সালে ধারন ক্ষমতা (স্টোরেজ) বাড়িয়ে পরে আপডেট করা হয়। কিন্তু হটাত করেই, ২০১৮ সালে আইফোন এসই বিক্রি বন্ধ করে অ্যাপল।
পরে এর কোনো আপডেটও ঘোষণা করা হয়নি। সেসময় অনেক বিশেষজ্ঞ মনে করেছেন সবচেয়ে ছোট ও সস্তা আইফোনটি সরিয়ে ভুলি করেছে তারা। তবে এ বছর ৬০ লাখ ইউনিট আইফোন এসই ২ উৎপাদনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের।
স্ক্রীন সাইজঃ
অ্যাপলের নতুন এই আইফোনের পর্দার মাপ ৫.৮ ইঞ্চি হতে পারে বলে গুজব রয়েছে, এ সম্পর্কে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যা আগের আইফোন এসই-এর চার ইঞ্চি পর্দার চেয়ে নতুন আইফোনের পর্দা অনেক বড়ই বলা চলে।
২০২০ সালের সব আইফোনে ওলেড পর্দা ব্যবহার করা হবে বলে তাইওয়ানের স্মার্টফোন যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে (সূত্র- টেকরাডার) ।
তবে এবার সকল আইফোনে অত্যাধুনিক প্রযুক্তির ওলেড পর্দা ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তাই এই ডিভাইসের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
KOBE BER HOBE ? NIRDISTO KONO DATE KI PAWA GESE ?
Dam koto hote pare?