হেলিও জি৮০ মিড রেঞ্জ গেমিং চীপ
মিডিয়াটেক চীপ লিস্টে মিড রেঞ্জ গেমিং চীপ হেলিও জি৮০ যুক্ত করেছে, যা অনেকটা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ এর সাথে সামঞ্জস্য। অনেকেই জানেন গত মাসেই হেলিও জি৭০ চীপ রিলিজ করেছিলো। তবে জি৮০ অনেকটা শূন্যস্থান পূরন করবে, জি ৭০ ও জি ৯০ এর এর মাঝে।