হার্ডওয়্যার

হেলিও জি৮০ মিড রেঞ্জ গেমিং চীপ

মিডিয়াটেক চীপ লিস্টে মিড রেঞ্জ গেমিং চীপ হেলিও জি৮০ যুক্ত করেছে, যা অনেকটা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ এর সাথে সামঞ্জস্য। অনেকেই জানেন গত মাসেই হেলিও জি৭০ চীপ রিলিজ করেছিলো। তবে জি৮০ অনেকটা শূন্যস্থান পূরন করবে, জি ৭০ ও জি ৯০ এর এর মাঝে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।