সনির ফ্যাবলেটঃ সনি এক্সপেরিয়া জেড আলট্রা
সনি, ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান, একের পর এক নতুন চমক দিয়ে যাচ্ছে। এক্সপেরিয়া জেড এ সাফল্যের পর তাদের নতুন ফ্যাবলেট নিয়ে আসলো ৬.৪ ” এর সনি এক্সপিরিয়া জেড আল্ট্রা। এটিকে একই সাথে মোবাইল এবং ট্যাবলেট হিসেবে ব্যাবহার করা যাবে। এ নিয়ে হাজির টেকপ্রেমী তুসিন আহমেদ.
সনি এক্সপিরিয়া আল্ট্রা Triluminous(ট্রাইলুমিনাস) পর্দায় এটি একটি চমত্কার ডিসপ্লে। ৩৪২পিপিআই পিক্সেল ঘনত্ব প্রদান, ১০৮০পি রেজল্যুশন আছে। এটা মোবাইল Bravia কারিগরি উত্তরাধিকারীর, যা সনির OptiContrast এবং এক্স রিয়ালিটি কারিগরি ব্যবহার করা। একই সাথে পানি এবং ধুলো প্রতিরোধী ।
ইন্টানাল মেমোরী ১৬ জিবি এবং ৬৪ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ক্যামেরায় রয়েছে ৮ মেগা এবং সেকেন্ডারীতে রয়েছে ২ মেগা। অপারেটিং সিষ্টেমে আছে জেলিবিন ৪.২ ভার্শন। কোয়ার্ড কোর প্রোসেসর। ৩০৫০এম্পিয়ার ব্যাটারী। সনি ধারনা করছে তাদের এই ফ্যাবলেট বাজার দখল করতে পারবে। বাকিটুকু দেখা যাক কি হয়?
সনি এই ফ্যাবলেট কি পারবে সনি এবং গ্রাহকের চাহিদাপূরন করতে?? এর মূল্য সম্পকে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায় নি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=h45uTBGftkQ&feature=player_embedded
আরো বিস্তারিত জিএসএম এরিনা থেকে
wowsome, post.I am waiting for next post