অ্যাডবি ফটোশপ এর ৩০ বছর
১৯৯০ সালের ফেব্রুয়ারির ১৯ তারিখে, ১০,৯৫০ দিন আগে, অ্যাডবি তাদের জনপ্রিয় ফটো এডিটিং প্রোগ্রাম ফটোশপ ১ম ভার্শন রিলিজ করেছিলো। তাও সেটা ম্যাক সিস্টেম ৬ এর জন্য।
দেখা যাক কেমন ছিলো ফটোশপ ১ম ভার্শনটি!
৩০ বছরের এই মাইলস্টোন উপলক্ষে ফটোশপের মেজর আপডেট প্রকাশ পেয়েছে ডেস্কটপ ও আইপ্যাড এর জন্য। এই রিলিজে অবজেক্ট সিলেকশান ও কন্টেন্ট এয়্যার ফিল ই হল বহুল কাঙ্ক্ষিত সেই ফিচার।
হ্যাপি বার্থডে টাইটেলে রিলিজ কৃত সেই প্রেস ব্লগে ২টা মেজর আপডেট এর পাশাপাশি ক্ষুদ্র কিছু আপডেট যা ইউজার ইন্টারফেস (ইউআই) ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
কন্টেন্ট এয়্যার ফিল
অবজেক্ট সিলেকশান