প্রতিবেদনসফটওয়্যারসর্বশেষ টেক নিউজ

অ্যাডবি ফটোশপ এর ৩০ বছর

১৯৯০ সালের ফেব্রুয়ারির ১৯ তারিখে, ১০,৯৫০ দিন আগে, অ্যাডবি তাদের জনপ্রিয় ফটো এডিটিং প্রোগ্রাম ফটোশপ ১ম ভার্শন রিলিজ করেছিলো। তাও সেটা ম্যাক সিস্টেম ৬ এর জন্য।

দেখা যাক কেমন ছিলো ফটোশপ ১ম ভার্শনটি!

৩০ বছরের এই মাইলস্টোন উপলক্ষে ফটোশপের মেজর আপডেট প্রকাশ পেয়েছে ডেস্কটপ ও আইপ্যাড এর জন্য। এই রিলিজে অবজেক্ট সিলেকশানকন্টেন্ট এয়্যার  ফিল ই হল বহুল কাঙ্ক্ষিত সেই ফিচার।

হ্যাপি বার্থডে টাইটেলে রিলিজ কৃত সেই প্রেস ব্লগে  ২টা মেজর আপডেট এর পাশাপাশি ক্ষুদ্র কিছু আপডেট যা ইউজার ইন্টারফেস (ইউআই) ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

কন্টেন্ট এয়্যার ফিল

অ্যাডবি ফটোশপ এর ৩০ বছর 2

অবজেক্ট সিলেকশান

অ্যাডবি ফটোশপ এর ৩০ বছর 3

 

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।