স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজে ৫জি ১০৮ মে.পি. সুপার জুম
স্যামসাং এর সর্বশেষ ৩ টি স্মার্টফোন গ্যালাক্সি এস২০, এস ২০+ ও এস ২০+ আলট্রা, যাতে পাওয়া যাবে
- ১০০ গুন সুপার জুম ফ্যাসিলিটি
- ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
- ৮কে ভিডিও রেকর্ড
- ৫জি ফ্যাসিলিটি
- ৬.২ ইঞ্চি ডিসপ্লে
- ৬০হার্য কোয়াডএইচডি/১২০হার্য এইচডি
- স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর
- ৪০০০ মিলিওযাম্পিয়ার ব্যাটারি
গ্যালাক্সি এস২০ এর সামনে ৬.২ইঞ্চি ১৪৪০পি ১২০হার্জ হোলপাঞ্চ ডায়নামিক এমোলেড ডিসপ্লে। টাচ রেস্পন্স রেট ২৪০হার্জ, নোট ১০’র হোলপাঞ্চ থেকে এস২০ সিরিজের হোলপাঞ্চ প্রায় ৪০% ছোট। ওদিকে এস২০ প্লাস এ ব্যবহৃত হয়েছে ৬.৭ইঞ্চির ডিসপ্লে।
এস২০ এর রিয়ারে ৩টি ও এস২০ প্লাস এর পেছনে চার ক্যামেরা। দুটো ফোনে ১২মেগাপিক্সেলের লেন্স, ১২মেগাপিক্সেলের ১২০° আল্ট্রাওয়াইড লেন্স ও ৬৪মেগাপিক্সেল’র ৩এক্স অপ্টিক্যাল জুম লেন্স দিয়ে ৩০এক্স পর্যন্ত জুম করা যায়। এস২০+ এ ৪র্থ লেন্স হিসেবে ০.৩ মেগাপিক্সেলের ৩ডি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর ব্যবহৃত হয়েছে।
Samsung Galaxy S20 and S20 Ultra hands-on.
Gepostet von The Verge am Dienstag, 11. Februar 2020
৬মার্চ থেকে বাজারে পাওয়া যাবার কথা এস২০ সিরিজের ফোন গুলো।