ইসেট ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস রিভিউ
ইসেট ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস, কেন একটা পিসি কিংবা স্মার্টডিভাইসকে নিরাপদ রাখতে যথেষ্ঠ। তার কারন সংক্ষেপেঃ দক্ষ, দ্রুত ও নির্ভরযোগ্য। ৩০ বছরের বেশি সাইবার সিকিউরিটি ইনোভেশন নিয়ে কাজ করা ইসেট ১০ কোটির বেশি গ্লোবাল ইউজারকে এন্টিভাইরাস সাপোর্ট দিয়ে যাচ্ছে।
35% ছাড়ে ইসেট ইন্টারনেট সিকিউরিটি এখনি অর্ডার করুন
কন্টেন্ট সামারিঃ
- ১. ইসেট কেন ব্যবহার করবেন?
- ২. ইসেট কেন ব্যবহার করবেন?
- ৩. ইসেট অ্যান্টিভাইরাস’র সুবিধা
- ৩.১ ইসেট অ্যান্টিভাইরাস’র অসুবিধা
- ৪. ইসেট অ্যান্টিভাইরাস ইন্টারফেইস
ইন্টারনেট সিকিউরিটি কেন প্রয়োজন?
- স্প্যামিং বা ফিশিং লিংকে ক্লিক থেকে সিস্টেম ফাইলস ডিলিশনসহ অ্যাকাউন্ট কিংবা ডিভাইস হ্যাকড হতে পারে
- সাসপিশাস ফাইল ও ফোল্ডার ডাউনলোড থেকে ডিভাইসে অটোম্যাটিক ম্যালওয়্যার ইনস্টলড হতে পারে
- র্যান্ডম ইউএসবি/হার্ড ড্রাইভ ও ডিভিডি ব্যবহারে ডাটা বেহাত হওয়ার সম্ভাবনা থাকে
- আনপ্যাচড সফটওয়্যার সিস্টেম কিল করতে পারে
ইসেট কেন ব্যবহার করবেন?
বর্তমান বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠানের একটি, ১৯৮৭ সালে স্লোভাকিয়ায় প্রতিষ্ঠিত হয়। এর বর্তমানে আমেরিকা, জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশে অফিস রয়েছে। ইসেটের অ্যান্টিভাইরাস ডেস্কটপ পিসি, ম্যাক, লিনাক্স ও মোবাইল ডিভাইসের জন্য রয়েছে।
ইসেট কেন সেরা তুলে ধরতে ৩টি শব্দ যথেষ্ট – দক্ষ, দ্রুত ও নির্ভরযোগ্য। এর সিকিউরিটি প্রটোকল স্মার্টডিভাইসকে নিরাপদ রাখবে সবসময়।
ইসেট অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি অন্য কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো হোষ্ট ডিভাইসে অতিরিক্ত চাপ প্রয়োগ করে না। ফলে এশিয়ান সাবকন্টিনেন্ট এর মত কনফিগারেশন এর পুরাতন পিসি বা ল্যাপটপে অ্যান্টিভাইরাসটি খুব সহজেই ব্যবহার করা যায়। আপনার ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে সিকিউরিটিটি যে কাজ করছে তা আপনি বুঝতে পারবেন না।
সিপিইউতে অতিরিক্ত কোনো চাপ পড়ে না এবং হঠাৎ করে কোনো পপআপ করে না। নিশ্চিন্তে আপনার ডিভাইসে ইসেট অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন।
ইসেট কাদের জন্য সেরা
- · রেগুলার ব্যবহারকারী এবং ছোট ব্যবসায়ীদের জন্য।
- · কম খরচে সেরা ভাইরাস/ম্যালওয়্যার প্রোটেকশনের জন্য।
- · উইন্ডোজ ব্যবহাকারীদের জন্য।
ইসেট অ্যান্টিভাইরাস’র সুবিধা ও অসুবিধা
বাজারে থাকা অন্যান্য অ্যান্টিভাইরাসের মতো ইসেটেরও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে এর মন্দ দিকের থেকে ভালো দিকই বেশি। ইসেট বর্তমান বাজারে থাকা সেরা ১০টি প্রোডাক্টের মধ্যে একটি। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ইসেট অ্যান্টিভাইরাসের সুবিধা ও অসুবিধা সম্পর্কে।
সুবিধা
- · ডাউনলোড, ইন্সটল ও ব্যবহার অনেক সহজ।
- · এন্টি থেপ্ট টেকনোলজি রয়েছে।
- · ব্যাকগ্রাউন্ডে কাজ করতে খুব কম রিসোর্স এ কাজ করে।
- · কানেক্টেড হোম মনিটর এর মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইস পর্যবেক্ষন।
- · সিপিইউ-এর উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে না।
- · ব্যংকিং পেমেন্ট প্রোটেকশন যা ক্রিপ্টো ওয়ালেট নিরাপদ রাখবে।
- · ম্যাক ব্যবহারকারীদের জন্য স্পেশাল অপশন এ সহজেই ব্যবহার করা যায়।
- · গেমার মোড, যা ফুল স্ক্রীনে থাকা অবস্থায় যেন তেন পপ আপ এ বাধা দেয়।
- · ৩০ দিনের ট্রায়াল রয়েছে, ফলে বুঝতে পারবেন ফাংশন ও কার্যক্ষমতা।
- · অ্যান্ড্রয়েড জন্য ফ্রি সংস্করণ রয়েছে।
অসুবিধা
- · অ্যাডভান্স ফিচার গুলো খুজতে কিছুটা অসুবিধা হয়।
- · গ্রাহক সাপোর্ট আরো উন্নত হতে পারে।
ইসেট অ্যান্টিভাইরাস ইন্টারফেইস
ইসেট অ্যান্টিভাইরাসের ইন্টারফেইস অন্যান্য অ্যান্টিভাইরাসের মতো খুবই সাধারণ। Computer Scan অপশনে একটি মাত্র ক্লিকের মাধ্যমে আপনি পুরো সিস্টেম স্ক্যান করতে পারবেন। এর সাইডবারে বিভিন্ন ফিচার রয়েছে, যা আপনার মনমতো ব্যবহার করতে পারবেন।
ইসেট ইন্টারনেট সিকিউরিটিতে টিশার্ট ফ্রিঃ আজই অর্ডার করুন
ইসেট ইন্টারনেট সিকিউরিটি ফিচারগুলোঃ
মাল্টিপ্লাটফর্ম প্রোটেকশান
ব্রাউজ সেফলি
র্যান্সমওয়ার থেকে নিরাপত্তা
হ্যাকার রোধ
অনলাইন কেনাকাটার নিরাপত্তা
ওয়াইফাই নেটওয়ার্ক প্রোটেকশন
নিরাপড পাসওয়ার্ড তৈরী ও সংরক্ষন
ফাইল ফটো এনক্রিপ্ট
স্ক্যানিং ফিচার
ইসেট অ্যান্টিভাইরাস আপনার ডিভাইস পুরোপুরি স্ক্যান করে থাকে। এতে আলাদা করে শুধুমাত্র ফাইল বা ফোল্ডার স্ক্যান করার অপশন নেই। আমার পুরো ডিভাইস স্ক্যান করতে ইসেট সময় নিয়েছিলো ১ ঘণ্টা। দ্বিতীয়বার স্ক্যান করতে সময় নিয়েছিলো প্রায় ৫ মিনিট। একবার স্ক্যান করার পর এরপর থেকে নিশ্চিন্তে আপনার ডিভাইস ব্যবহার করতে পারবেন। কারণ অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ থাকলে এরপর নতুন কোনো কিছু আপনার ডিভাইসে যুক্ত হলে সাথে সাথে তা স্ক্যান করবে এবং কোনো ভাইরাস থাকলে তা ডিলিট করে দিবে।
দুর্দান্ত ভাইরাস/ম্যালওয়্যার প্রোটেকশন
আমি আমার ডিভাইসের প্রোটেকশনের জন্য ইসেট অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করে আমি অনেক খুশি, কারণ এর দুর্দান্ত ভাইরাস/ম্যালওয়্যার প্রোটেকশন দক্ষতা। এর ফলে আমার ডিভাইস থাকে নিরাপদ এবং সুরক্ষিত।
ইসেট অ্যান্টিভাইরাস কেমন কাজ করে তা পরীক্ষা করার জন্য কিছু ভাইরাস যুক্ত ফাইল ডিভাইসে প্রদান করি এবং এটি মুহূর্তের মধ্যে ভাইরাস ডিটেক্ট করে ফেলে। ভাইরাসযুক্ত ফাইলগুলো ডিলিট করে দেয়। অন্যান্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার থেকে এটির ডিটেকশন ক্ষমতা অনেক বেশি, প্রায় ৯৩% ভাইরাস/ম্যালওয়্যার ফাইল মুহূর্তের মধ্যেই ডিটেক্ট করেছে।
ফিশিং ও ইন্টারনেট প্রোটেকশন
আমরা আমাদের ডিভাইসে নিয়মিত ইন্টারনেট ব্রাউজিং করে থাকি। এই ব্রাউজিং-এর সময় আমরা অনেক সময় ভুল করে ক্ষতিকর কোনো সাইটে ক্লিক করে ফেলি, যার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ডাটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই ঝুঁকি থেকে বাঁচার জন্য ইসেট অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এতে ডিফল্টভাবে ফিশিং ও ইন্টারনেট প্রোটেকশনের জন্য ফিচার রয়েছে।
ইসেট অ্যান্টিভাইরাস খুব সহজে বিভিন্ন ফিশিং সাইট ডিটেক্ট করতে পারে এবং সাথে সাথে আপনাকে এলার্টের মাধ্যমে তা জানিয়েও দেওয়া হবে। এরপরও যদি আপনি ঐ সাইটে প্রবেশ করতে চান তাহলে Internet protection অপশন থেকে Web access protection বন্ধ করে দিতে পারেন। এটি আপনার ইচ্ছেমতো সময় পর্যন্ত বন্ধ করে রাখতে পারবেন এবং ততক্ষণ আপনার নিজের ডিভাইসের ঝুঁকি নিয়ে বিভিন্ন ক্ষতিকর সাইটে ব্রাউজিং করতে পারবেন।
পরিশেষে একটা কথাই বলতে হয়, যারা ইন্টারনেট এদিক সেদিক ঘোরাঘোরি করতে হয়, এবং একটি ইন্টারনেট সিকিউরিটি প্রয়োজন, তারা এক কথা ইসেট অ্যান্টিভাইরাসটি ইউজ করতে পারেন। এখন অনলাইনেও ধ্রুবক অল রাউন্ডারে ঘরে বসে দেশের যেকোন প্রান্ত থেকে ইসেট অর্ডার করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর পোস্ট লিখার জন্য।
এটা খুবই গুরুত্বপূর্ণ ও তথ্য বহুল পোস্ট।
ধন্যবাদ।
ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিজনেস সম্পর্কে জানতে আমার ব্লগ সাইট ভিজিট করে দেখুন।