হার্ডওয়্যার

ওয়ানপ্লাস ওয়্যারলেস হেডফোন বুলেটস ওয়্যারলেস ২

আপনার ওয়্যারলেস হেডফোনটি যদি মাত্র ১০ মিনিট চার্জে ১০ ঘন্টা চালানো যায় তবে কেমন হবে?  ওয়ানপ্লাস ওয়্যারলেস হেডফোন এর ২য় সংস্করণে বুলেটস ওয়্যারলেস ২ মডেলের ইয়ারফোনে  ১ ফুল চার্জে যদি একটানা ১৪ ঘন্টা চালানো যায় তবে তো কোনো কথাই নেই!

ওয়ানপ্লাস কোম্পানির “বুলেটস ওয়্যারলেস ২” হেডফোনটিতে ব্যবহৃত ২টি Knowles ব্যালেন্স আর্মেচার ড্রাইভার ও একটি 10 mm ডাইনামিক ড্রাইভার দিবে ক্লিয়ার ও প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড।

কোলাহলযুক্ত পরিবেশেও দরকারি ফোন কলটিতে আলাপ যেন স্পষ্ট হয় সে কারনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম cVc™ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি।

২টি ডিভাইস এ কানেক্টেড থাকা অবস্থায় হেডফোনটিতে দুইটি ট্যাপ করেই ডিভাইস পরিবর্তন করা যাবে। ম্যাগনেটিক কন্ট্রোল প্রজক্তির মাধ্যমে বুলেট দুইটি একত্রিত করে সচল অডিওটি পজ করতে পারবেন আবার বুলেট দুইটি আলাদা করলে music টি resume হবে।

ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস ২ হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে bluetooth 5.0। EISA Awards(২০১৯-২০) এর Wireless In Ear Headphone ক্যটাগরিতে হেডফোনটি Best Product হয়।

বাংলাদেশে হেডফোনটির দাম ৪৮০০/- টাকার আশেপাশে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।