হাবিজাবিপ্রতিবেদনমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

শাওমি ইন্ডিয়া অফিস ক্লোজড, করোনা আতংকে

সারাবিশ্বে করোনাভাইরাস এর প্রভাবে স্মার্টফোন শিপমেন্ট ১০% কমার পর শাওমি ইন্ডিয়া তাদের অফিস ওয়ার্ক বন্ধ ঘোষনা করেছে এক টুইট এর মাধ্যমে।

শাওমি ইন্ডিয়া যে পদক্ষেপ গুলো নিয়েছেঃ

  • ট্রাভেল বন্ধ
  • ভিডিও কলে মিটিং
  • সবার জন্য মাস্ক
  • হ্যান্ড সেনিটাইজার বাধ্যতামূলক
  • বাসায় থেকে কাজ করা
  • মেডিকাল চেক আপ
  • অনলাইনে লং ইভেন্ট

এর আগে মঙ্গলবার শাওমি এক বিজ্ঞপ্তিতে তাদের সকল লঞ্চিং ইভেন্ট স্থগিত করেছে পুরো মার্চ জুড়েই।

মানু জেইন এক খোলা চিঠিতে লিখেছেন যে, একজন ব্যাক্তি কোন লক্ষন ছাড়াই করোনাভাইরাস ক্যারি করতে পারে, তাই আমরা সবাইকে নিজ জায়গায় নিরাপদ থেকে কাজ করার ব্যবস্থাই ভালো মনে করছি।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।