বই কিনতে বইমেলায় লোন দিবে সুবোধ
দেশে ১ম বারের মতো বইপ্রেমীদের জন্য এসেছে বিনা সুদে বই ঋণ সুবিধা। “নতুন বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে” এই স্লোগানে ১০ ফেব্রুয়ারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ‘সুুুুুবোধ’ চালু হয়।
বর্তমান প্রজন্মকে বই পড়ার আগ্রহ ফিরিয়ে আনতে আইপিডিসি’র এই ঋণ সুবিধা পেতে গ্রাহকের সাথে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ’র মোবাইল অ্যাপ চালু থাকতে হবে।
মেলায় তাৎক্ষণিকভাবে লোন পাওয়ার সুবিধা ও ঋণ গ্রহণ সংক্রান্ত যাবতীয় তথ্যসহ সকল সহযোগিতা পাওয়া যাবে বুথে।
এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন,
“এবারের মেলায় বইপ্রেমীদের বই পড়ার উচ্ছ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিতে এবং বর্তমান প্রজন্মের কাছে বই পড়ার আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে আইপিডিসি এই ঋণ সুবিধা নিয়ে এসেছে। আশা করছি, বইমেলা থেকে প্রিয় লেখকের পছন্দের বই কিনতে ‘সুবোধ’ দারুণ সহায়ক হবে এবং আমাদের গ্রাহকরা আরও একবার ‘বই পড়া, ভারী মজা’র দিনে ফিরে যেতে পারবেন।”
সুবোধ লোন গ্রহণের প্রক্রিয়াঃ
-আইপিডিসি সুবোধ-এর বুথে এসে লোনের জন্য আবেদন করুন
-আইপিডিসি থেকে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে লোনের কনফার্মেশন ও লিমিট জেনে নিন
-বইমেলা প্রাঙ্গনের নির্দিষ্ট প্রকাশনীর স্টল থেকে বই সিলেক্ট করুন
-আইপিডিসি-র বিকাশ অ্যাকাউন্ট নম্বর ০১৮৪৭৪৫৩৬৭১-এ বইয়ের মোট দামের এক দশমাংশ পরিশোধ করুন (আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে)
-আইপিডিসি-র বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট করার সময় রেফারেন্স নম্বর হিসেবে প্রকাশনীর বিকাশ অ্যাকাউন্ট নম্বর প্রদান করুন
-আইপিডিসি-র পক্ষ থেকে আপনার পেমেন্ট নিশ্চিত করার পর অনুগ্রহ করে প্রকাশনীর নিকট থেকে আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন।
-সুবোধ লোনের মাধ্যমে আপনি সর্বোচ্চ ৩বার লেনদেন করতে পারবেন।
পরিশোধের প্রক্রিয়াঃ
-আপনি পরবর্তী তিন মাসের (মার্চ-মে) প্রতি ১০ তারিখে তিন কিস্তিতে বিনা সুদে লোন পরিশোধ করবেন।
-আপনার সম্পূর্ণ লোন এবং কিস্তির বিস্তারিত তথ্য আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।