সোশ্যাল মিডিয়াসর্বশেষ টেক নিউজ

ফেসবুক ডার্ক মুড লাইট অ্যাপে

ম্যাসেঞ্জার এর পর এবার ফেসবুক অ্যাপ এও ডার্ক মুড ফিচার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ এর সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম ফেসবুক। তবে এখনি মুল অ্যাপ এ মিলবে না এই সুবিধা। আপাতত ফেসবুক লাইট অ্যাপ এ পাওয়া যাবে ডার্ক মুড ফিচার।

ধীর গতির ইন্টারনেট ও কম কর্মক্ষমতা এর ডিভাইস ব্যাবহারকারীদের কথা মাথায় রেখে মুলত ফেসবুক লাইট ভার্সনটি তৈরি করা হয়। সম্প্রতি এই ভার্সন এ ডার্ক মুড ফিচার যুক্ত করা হয়। সবার ফোন এ এই ফিচারটি নাও দেখা যেতে পারে। তবে পর্যায়ক্রমে সব ব্যাবহারকারীই ডার্ক মুড এর সুবিধা নিতে পারবেন বলে জানা গেছে।

ফেসবুক লাইট অ্যাপ এ ডার্ক মুড চালু করর জন্য –

*প্রথমেই আপনার ফেসবুক লাইট অ্যাপটি আপডেট করে নিতে হবে।

*অ্যাপটি চালু করে আপনার একাউন্ট এ লগইন করতে হবে।

*অ্যাপ এর ডান পাশের উপরের কর্নারের সেটিংস মেনু ট্যাপ করতে হবে।

*এখানেই আপনি ডার্ক মুড চালু করার অপশনটি পেয়ে যাবেন।

 

যদি কেও অ্যাপটি আপডেট করার পরও ডার্ক মুড ফিচারটি না পান তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

One thought on “ফেসবুক ডার্ক মুড লাইট অ্যাপে

  • shommo

    ভালো তথ্য natunkagojDOTcom

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।