ফেসবুক ডার্ক মুড লাইট অ্যাপে
ম্যাসেঞ্জার এর পর এবার ফেসবুক অ্যাপ এও ডার্ক মুড ফিচার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ এর সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম ফেসবুক। তবে এখনি মুল অ্যাপ এ মিলবে না এই সুবিধা। আপাতত ফেসবুক লাইট অ্যাপ এ পাওয়া যাবে ডার্ক মুড ফিচার।
ধীর গতির ইন্টারনেট ও কম কর্মক্ষমতা এর ডিভাইস ব্যাবহারকারীদের কথা মাথায় রেখে মুলত ফেসবুক লাইট ভার্সনটি তৈরি করা হয়। সম্প্রতি এই ভার্সন এ ডার্ক মুড ফিচার যুক্ত করা হয়। সবার ফোন এ এই ফিচারটি নাও দেখা যেতে পারে। তবে পর্যায়ক্রমে সব ব্যাবহারকারীই ডার্ক মুড এর সুবিধা নিতে পারবেন বলে জানা গেছে।
ফেসবুক লাইট অ্যাপ এ ডার্ক মুড চালু করর জন্য –
*প্রথমেই আপনার ফেসবুক লাইট অ্যাপটি আপডেট করে নিতে হবে।
*অ্যাপটি চালু করে আপনার একাউন্ট এ লগইন করতে হবে।
*অ্যাপ এর ডান পাশের উপরের কর্নারের সেটিংস মেনু ট্যাপ করতে হবে।
*এখানেই আপনি ডার্ক মুড চালু করার অপশনটি পেয়ে যাবেন।
যদি কেও অ্যাপটি আপডেট করার পরও ডার্ক মুড ফিচারটি না পান তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ভালো তথ্য natunkagojDOTcom