শাওমি’র কার্ভ গেমিং মনিটর
‘শাওমি মি সারফেস ৩৪’ দিয়েই মনিটর নির্মাণে ছিল শাওমির প্রথম পথ চলা। যাতে ছিল ৩৪ ইঞ্চি ডিসপ্লে ৩৪৪০x১৪৪০ পিক্সেল রেজুলেশন ১৪৪ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট।
তার পর আসছে শাওমির ২৩.৮ ইঞ্চি আইপিএস মনিটর । এটিও ‘শাওমি মি সারফেস ৩৪’ এর মতই একই ডিসপ্লে রিফ্রেশ রেটের, যার রেজুলেশন হবে ১৯২০x১০৮০ পিক্সেল।
আরও আসছে ২৯ ইঞ্চি কার্ভড গেমিং মনিটর । এটি পূর্বসূরিদের মত একই ফিচারে হলেও শুধু পার্থক্য থাকবে এর মনিটরে । যা ক্রেতাদের কাছে কিছুটা মূল্য সাশ্রয়ী হবে।
বলা বাহুল্য শাওমি বরাবরের মতই খবরের হেডলাইনে থাকতে পছন্দ করে।