কম্পিউটার বিজ্ঞানী টেসলার মৃত্যু
কম্পিউটার ব্যবহারের শুরুতে এর ইউজার ইন্টারফেস সহজ করতে তুমুল জনপ্রিয় প্রযুক্তিবিদ ল্যারি টেসলার ৭৪ বয়সে মারা গেছেন। উল্লেখ্য:
তিনি ‘কাট’ ‘কপি’ ‘পেস্ট’ ‘ফাইন্ড’ ‘রিপ্ল্লেস’ কমান্ড সিস্টেমসহ সিঙ্গল অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ এর প্রাযুক্তিক উদ্ভাবন করেছিলেন বিবিসি খবরে বলা হয়।
এ প্রযুক্তিবিদ ষাটের দশকের শুরুর সময়ে আইটি খাতের স্বর্গক্ষ্যাত সিলিক্যান ভ্যালিতে কাজ করা প্রযুক্তিপ্রেমী ১৭ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তখনো সাধারণ মানুষ কম্পিউটার ঘেষা সেভাবে শুরু করেনি।
নিজের ক্যারিয়ারের অনেকটা সময় কাটানো‘জেরক্স’গভীর শ্রদ্ধা জানিয়েছে।
১৯৪৫ সালে নিউ ইয়র্কের ব্রোনক্সে জন্ম, পড়াশোনা ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে।
১৯৭০ সালে তিনি মূলত কাট কপি পেস্ট উদ্ভাবন করেন