বিটিসিএল কে ১০০০ কোটি দিতে সম্মত জিপি
গতকাল জিপি বকেয়া বাবদ সুপ্রীমকোর্ট এর এক পিটিশান এ ১০০০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। বিটিসিএল কে ২৩ ফেব্রুয়ারি দিবে এই টাকা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপি জানায়,
বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্মান করে মহামান্য সুপ্রীম কোর্ট এর নির্দেশনা অনুযায়ী, আমরা বিটিসিএল প্রদত্ত কোম্পানি ও এর ম্যানেজমেন্ট এর উপর চাপ থেকে সুরক্ষা/নিরাপত্তা চাচ্ছি কোর্টের।
গ্রামীনফোন এর বহি: যোগাযোগ প্রধান মো: হাসান আরো বলেন
বিটিআরসি জিপি’র কার্যক্রমে বাধা দিচ্ছে, সাথে নো অবজেকশান সার্টিফিকেট না দেওয়া, লাইসেনা ক্যান্সেল এর শোকজ নোটিশ, রিসাইক্লিং নাম্বার সিরিজ না দেওয়া, প্রশাসক নিয়োগে হুমকি
সুপ্রীমকোর্টের এই রায়ের কারনে জিপির অপারেশনে কোন বাধা থাকলোনা।
সুত্র: ডেইলিস্টার
খুব গুরুত্বপূর্ণ তথ্য natunkagojDOTcom