বিটিসিএল কে ১০০০ কোটি দিতে সম্মত জিপি

গতকাল জিপি বকেয়া বাবদ সুপ্রীমকোর্ট এর এক পিটিশান এ ১০০০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। বিটিসিএল কে ২৩ ফেব্রুয়ারি দিবে এই টাকা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপি জানায়,

বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্মান করে মহামান্য সুপ্রীম কোর্ট এর নির্দেশনা অনুযায়ী, আমরা বিটিসিএল প্রদত্ত কোম্পানি ও এর ম্যানেজমেন্ট এর উপর চাপ থেকে সুরক্ষা/নিরাপত্তা চাচ্ছি কোর্টের।

গ্রামীনফোন এর বহি: যোগাযোগ প্রধান মো: হাসান আরো বলেন

বিটিআরসি জিপি’র কার্যক্রমে বাধা দিচ্ছে, সাথে নো অবজেকশান সার্টিফিকেট না দেওয়া, লাইসেনা ক্যান্সেল এর শোকজ নোটিশ, রিসাইক্লিং নাম্বার সিরিজ না দেওয়া, প্রশাসক নিয়োগে হুমকি

সুপ্রীমকোর্টের এই রায়ের কারনে জিপির অপারেশনে কোন বাধা থাকলোনা।

সুত্র: ডেইলিস্টার

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

One thought on “বিটিসিএল কে ১০০০ কোটি দিতে সম্মত জিপি

  • ফেব্রুয়ারী 26, 2020 at 12:04 অপরাহ্ন
    Permalink

    খুব গুরুত্বপূর্ণ তথ্য natunkagojDOTcom

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।