আইটি মেলা ‘সিটি আইটি ফেয়ার ২০২০’
দেশের সর্ববৃহৎ আইটি মেলা সিটি আইটি ফেয়ার ২০২০ আগামি ২রা মার্চ থেকে বিসিএস কম্পিউটার সিটি তে শুরু হতে যাচ্ছে।
দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটি ২০০০ সাল থেকে আইটি পণ্য কেনা বেচার নির্ভরযোগ্য মার্কেট। মার্কেটটিতে দেশি বিদেশি, ছোট বড় সব মিলিয়ে মোট দোকানের সংখ্যা প্রায় ৩৫০ টি। প্রতি বছরই মার্কেট কর্তৃপক্ষ এখানে আইসিটি মেলার আয়োজন করে থাকে।
বিসিএস কম্পিউটার সিটি’র ২০ বছর পূর্তি উপলক্ষে মার্কেট কর্তৃপক্ষ বিভিন্ন আয়োজন রাখছে এবারের মেলায়। মেলায় থাকছে আকর্ষণীয় অফার ও গিফটস। এছাড়াও ইভেন্ট এ রেজিস্ট্রেশন করলেই মিলছে পুরস্কার।
রেজিস্ট্রেশনে অংশগ্রহণ কারীদের মধ্যে লটারীর মাধ্যমে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। চূড়ান্ত বিজয়ী পাচ্ছে আকর্ষণীয় একটি ৩২” স্মার্ট টিভি।
আগামি ২রা মার্চ থেকে শুরু হয়ে ৭ই মার্চ পর্যন্ত মেলাটি ঢাকার আগারগাও বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হবে।
৬দিন ব্যাপী মেলায় থাকছে সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, কুইজ কনটেস্ট এবং নানারকম পণ্যে অফুরন্ত ছাড় এবং ক্যাশব্যাক অফার।