সেরা ২০ ওয়াইফাই রাউটার এর আদ্যপান্ত
কম দামে সেরা ২০ টি ওয়াইফাই রাউটার এর আদ্যোপান্তে আজকে জানবো সবচেয়ে স্পীডি ওয়্যারলেস রাউটার, হাই রেঞ্জ রাউটার রিভিউ, সবচেয়ে ভাল রেঞ্জের রাউটার, ভালো রাউটার চেনার উপায়, রাউটারের সুবিধা, কম দামে ভাল রাউটার, রাউটার এর দাম, ওয়াইফাই রাউটার রেঞ্জ, কোন কোম্পানির রাউটার ভাল, বেশি রেঞ্জের রাউটার, রাউটার এর সমস্যা, রাউটার ওয়ারেন্টি ও গ্যারান্টি, পকেট ওয়াইফাই রাউটার, মিনি ওয়াইফাই রাউটার, ভালো রাউটার কোনটি, রাউটারের দাম ২০২০, রাউটার ভালো কোনটা, বেশি রেঞ্জের রাউটার, সবচেয়ে কম দামে সেরা ওয়াইফাই রাউটার, ওয়াই ফাই রাউটার কেনার আগে যা যা করবেন, কম দামে কোন ওয়াইফাই রাউটারটি কিনবেন, কম দামে ভাল ওয়াইফাই রাউটার ইত্যাদি নানান প্রশ্নের সহজ উত্তর এই ব্লগে।
ওয়াইফাই রাউটার কি?
রাউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় করে তৈরি। এটি মূলত নেটওয়ার্ক তৈরির কাজ করে থাকে। রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস, তা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ডাটা প্যাকেট কোন পথের মাধ্যমে তার গন্তব্যে যাবে তা নির্ধারণ করে থাকে।
রাউটার নির্দিষ্ট গন্তব্যে ডাটা প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কাছের পথটি ব্যবহার করে থাকে এবং ডাটা প্যাকেট এক রাউটার থেকে অন্য রাউটারে প্রেরণ করে থাকে। এই প্রেরণের কাজটি ধারাবাহিকভাবে চলতেই থাকে। ডাটা প্যাকেট নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালে রাউটার প্যাকেটের তথ্য পড়ে এবং চূড়ান্ত গন্তব্যে ডাটা প্যাকেট পাঠিয়ে দেয়।
ওয়াইফাই নং – স্ট্যান্ডার্ড – রিলিজ ডেট
ওয়াইফাই ১ – ৮০২.১১বি – ১৯৯৯
ওয়াইফাই ২ – ৮০২.১১এ – ১৯৯৯
ওয়াইফাই ৩ – ৮০২.১১জি – ২০০৩
ওয়াইফাই ৪ – ৮০২.১১এন – ২০০৪
ওয়াইফাই ৫ – ৮০২.১১এসি – ২০১৪
ওয়াইফাই ৬ – ৮০২.১১এএক্স – ২০১৯
রাউটার ব্যান্ড কি?
ওয়াইফাই রাউটার প্রধানত সিঙ্গেল, ডুয়েল ও ট্রাই ব্যান্ডের হয়। এর মধ্যে দেশে সিঙ্গেল ব্যান্ডের রাউটার বেশি ব্যবহৃত হলেও ডুয়েল ও ট্রাই ব্যান্ড এর চাহিদা বাড়ছে দিনে দিনে।
সিঙ্গেল ব্যান্ডে মূলত ২.৪ গিগাহার্জের একটি নেটওয়ার্ক থাকে।
ডুয়েল ব্যান্ডের রাউটারে ২.৪ এবং ৫ গিগাহার্জের নেটওয়ার্ক থাকে। ৫ গিগাহার্জের নেটওয়ার্ক ২.৪ গিগাহার্জ থেকে অধিক শক্তিশালি এবং উচ্চ গতিতে ডাটা আদান-প্রদান করে থাকে।
২.৪ এবং দুটি ৫ গিগাহার্জের নেটওয়ার্ক নিয়ে ট্রাই ব্যান্ডের রাউটার গঠিত। এটি দিয়ে একাধিক নেটওয়ার্ক উচ্চ গতিতে চালানো যায় এবং কম গতির যন্ত্রগুলো কোনো ধরণের সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়।
ওয়াইফাই রাউটার কেন ব্যবহার করবেন?
একাধিক ডিভাইস একসাথে এক খরচে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই রাউটার ব্যবহার করতে পারেন। ওয়াইফাই রাউটার ব্যবহার করলে একই খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়ে একাধিক ডিভাইস অধিক গতি এবং অধিক ডাটা ব্যবহার করতে পারবেন।
আরো দেখতে পারেনঃ
- রাউটারে ম্যাক ফিল্টার
- পাসওয়ার্ড চোর ব্লক করুন নিমিষেই
- রাউটার নিয়ন্ত্রন থাকুক নিজে মত
- পাসওয়ার্ড জানার কৌশল
ওয়াইফাই রাউটার কেনার আগে
ওয়াইফাই রাউটার কেনার আগে বিভিন্ন বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এবং তার উপর ভিত্তি করেই রাউটার নির্বাচন করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে রাউটার নির্বাচন করবেন-
১। বাসা বা অফিসে কয়টি ডিভাইস ব্যবহার করবেন।
২। কতটুকু জায়গা কভারেজ করতে হবে তার উপর ভিত্তি করে। বাসা বা অফিসের গঠনের উপর ভিত্তি করে ভালো মানের রাউটার ক্রয় করতে হবে।
৩। সিঙ্গেল, ডুয়েল ও ট্রাই ব্যান্ডের রাউটার বর্তমান বাজারে রয়েছে। বেশি ডিভাইস এবং ভালো সার্ভিস পাওয়ার জন্য ডুয়েল বা ট্রাই ব্যান্ডের রাউটার ব্যবহার করুন।
৪। ফিচারের উপর ভিত্তি করে রাউটারের দাম নির্ভর করে। যত বেশি ফিচার, দাম তত বেশি।
৫। ওয়াইফাই রাউটার কেনার পর তা খোলামেলা জায়গায় রাখবেন, তাহলে ওয়াইফাই থেকে ভালো সিগন্যাল পাবেন।
৬। রাউটার সঠিকভাবে কনফিগারেশন করবেন।
৭। নিয়মিত ফার্মওয়্যার আপডেট করুন।
কোন রাউটার কিনবেন?
কি কি বিষয়ের উপর ভিত্তি করে রাউটার ক্রয় করতে হবে তাতো ইতিমধ্যে জেনে গিয়েছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু ওয়াইফাই রাউটার সম্পর্কে।
১। TP-Link TL-WN727N 150 Mbps Wireless USB LAN Card
- ফিচারসমূহঃ
- ইউএসবি ২.০
- ট্রান্সফার রেট ১৫০ এম্বিপিএস
২। Tenda N301 Easy Setup Hi-Speed 300 Mbps Wireless N Router
- ফিচারসমূহঃ
- সেটআপ করা সহজ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
৩। Mercusys MW301R WiFi Router 300 Mbps
- ফিচারসমূহঃ
- শক্তিশালি সিগন্যাল
- গ্রেট কভারেজ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
- আইপিভি৪ ও আইপিভি৬ প্রটোকল
- সেটআপ করা অনেক সহজ
৪। D-Link DIR-615 Wireless N300 2 Antenna 300 Mbps Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
৫। Tenda F3 300Mbps 3 Antenna Wireless Wi-Fi Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- তিনটি ৫ডিবিআই এন্টেনা
৬। TP Link TL-WR840N 300 Mbps Wi-Fi Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
৭। Totolink N300RT 300 Mbps 10dBi Wireless N Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
- ১,৫০০ স্কয়ার ফিট রেঞ্জ
৮। TpLink WR850N WiFi Router 300 Mbps 2 Antenna
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ ২টী এন্টেনা
- অ্যাজাইল কনফিগ
- স্ট্যাবল কানেকশান
৯। Tenda F3 Wireless 300Mbps 5dBi Antenna Wi-Fi Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- তিনটি ৫ডিবিআই এন্টেনা
- ৩০০ এম্বিপিএস
- ২৫০০ স্কয়ার ফিট
১০। Netgear WNR614 High Speed 300 Mbps Wireless Internet Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
- ১০৮০ স্কয়ার ফিট
আরো দেখতে পারেনঃ
১১। TP-Link TL-WR845N 300Mbps Wi-Fi Wireless Home Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- তিনটি ৫ডিবিআই এন্টেনা
- ১০৮০ স্কয়ার ফিট
১২। Xiaomi Mi 4C (3C ) 300Mbps 4 Antenna Global Version WiFi Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- চারটি এন্টেনা
- ৬৪ এম্বি ডিডিআর২ র্যাম
১৩। TRENDnet TEW-652BRP N300 Wi-Fi 300Mbps Home Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ২ডিবিআই এন্টেনা
১৪। MikroTik hAP Lite 32MB RAM 4 LAN Wireless Home Routerboard
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- ৩২ এম্বি র্যাম
- ৬৫০ মেগাহার্জ সিপিইউ
১৫। D-Link DIR-816 Wireless AC750 Dual Band Wi-Fi Cloud Router
- ফিচারসমূহঃ
- ২.৪ এবং ৫ গিগাহার্জ
- ৭৫০ এম্বিপিএস
- তিনটি এন্টেনা
১৬। Xiaomi Mi 4A Router Dual-Band Gigabit Edition Router
- ফিচারসমূহঃ
- ২.৪ এবং ৫ গিগাহার্জ
- চারটি এন্টেনা
- ১৬ এম্বি রম এবং ১২৮ এম্বি ডিডিআর৩
১৭। Mercusys MW302R 300 Mbps Wireless N Multi Mode Router
- ফিচারসমূহঃ
- মাল্টিমুড
- হাইগেইন ২টি এন্টেনা
- ওয়াইফাই শিডিউল
১৮। TP-Link TL-WR841HP 300Mbps High Power Wireless N Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ৩০০ এম্বিপিএস
- দুটি ৫ডিবিআই এন্টেনা
১৯। D-Link DIR-825 1200 Mbps 4 Antenna USB Port Wi-Fi Router
- ফিচারসমূহঃ
- ২.৪ গিগাহার্জ
- ১২০০ এম্বিপিএস
- চারটি এন্টেনা
- ৬৪ এম্বি ডিডিআর২
২০। D-Link DIR-890L Wireless AC3200 Ultra Tri-Band Gigabit Router
- ফিচারসমূহঃ
- ট্রাই ব্যান্ড
- ১৩০০ এম্বিপিএস
- চারটি এন্টেনা
আমি এটি ব্যবসা করার জন্য নিতে চাচ্ছি