প্রতিবেদনটিউটোরিয়াল

২৫% স্পীডি এ এক্স ওয়াইফাই / ওয়াইফাই ৬

ওয়াইফাই ৬ কি? কিংবা এএক্স ওয়াইফাই এই বা আবার কি? টেকমাস্টার ব্লগের এই পোষ্টে আমরা জানবো ৬ষ্ঠ প্রজন্মের এই ওয়াইফাই স্ট্যান্ডার্ড আগের এসি ওয়াইফাই গুলো থেকে কিভাবে আরো একিউরেট ও ফাস্ট সার্ভিস দিবে।

৬ষ্ঠ প্রজন্মের ওয়াইফাই ওয়াইফাই ৬ঃ

সেপ্টেম্বর ১৬, ২০১৯ এ পাওয়া ওয়ফাইফাই ৬ (সার্টিফিকেশন) ডিজাইন করা হয়েছে স্পীড উন্নয়ন, ইফিসিয়েন্সি বাড়ানোকঞ্জেশন কমানো হেভি ব্যান্ডউইথ ব্যবহারের সময়। এ এক্স ওয়াইফাই বা ওয়াইফাই ৬ পরবর্তী প্রজন্মের স্ট্যান্ডার্ড ওয়াইফাই প্রযুক্তি।

ওয়াইফাই ৬ সাপোর্টের স্মার্টফোন অ্যাপল এর নতুন আইফোন ১১।

৮০২.১১ এএক্স ওয়াইফাই বর্তমান ৮০২.১১এসি ওয়াইফাই এর পরবর্তী সংস্করন। মূলত ভিআর ডিভাইস এর সাথে একাধিক স্মার্ট হোম ডিভাইস ও সাথে থাকে, যা প্রতিনিয়ত বাসাবাড়ির ডিভাইস সংখ্যা ও ব্যান্ডউইথ ইউজ বাড়িয়ে দেয়, সেজন্যই ওয়াইফাই ৬ বিল্ড করা হয়েছে, যা শুধু স্পীড ই বাড়ায় না, দক্ষতা বাড়িয়ে উন্নত ডাটা ট্রান্সফার এ সহায়তা করবে আগে এসি রাউটার গুলোর তুলনায়।

১ নজরে এএক্স রাউটারের উন্নত ফিচারঃ

  • টিডব্লিউটি ( টার্গেট ওয়েক টাইম) ফিচার পাওয়ার কনজামশান কমায়
  • বিএসএস কালার (বেস সার্ভিস স্টেশন) অন্য নেটওয়ার্ক ট্রেস করে নেটওয়ার্ক কনজেশান কমায়

এএক্স ওয়াইফাই / ওয়াইফাই ৬ রাউটার গুলোঃ

মডেল ও আনুমানিক মূল্য দেওয়া হলো এখানে

Archer AX11000 – ৪০,০০০/-
Archer AX6000 – ৩২,০০০/-
Archer AX3000 – ১২,০০০/-
Archer AX1500 – ৬,০০০/-

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।