গুগল’র মতো ফেসবুক ফটো এডিট
গুগল ফটো নিঃসন্দেহে গুগলের জনপ্রিয় অ্যাপ গুলোর ১টি যাতে স্বয়ংক্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ছবিকে উন্নত করা ১ ক্লিকের ব্যাপার। ২০১৮’র ফিচার থেকে উতসাহিত হয়ে ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপ এ এমন কিছু এডিটিং সাজেশান যুক্ত করতে যাচ্ছে।
আগত ফিচার জানানো জনপ্রিয় জেন মাঞ্ছুন ওং এর টুইট থেকে জানা যায়, পরবর্তীতে আগত ফিচার গুলোর মধ্যে একটি আপনাকে স্বয়ংক্রিয় ফটো এডিট এর সাজেশান দিবে।
নিচের ছবিতে দেখতে পাচ্ছেন ছবির নিচে বাম দিকে ফিক্স লাইটিং নামক অপশান আসবে অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে পোষ্ট করার আগে। যদিও এ নিয়েও এখনো ফেসবুক অফিশিয়ালি কিছুই বলেনি।
আরো একটি ফিচার নিয়ে ফেসবুক কাজ করছে, যার একটি নিউজ ফিড ফিচার, যাতে মস্ট রিসেন্ট, মস্ট রিলেভেন্ট ও অলরেডি সিন অপশান থাকতে পারে।