১২ অ্যাপে ম্যালওয়্যার জোকার ও হ্যাকেন
প্রায় ১২ টি প্লেস্টোর অ্যাপে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার জোকার স্পাইওয়ার ও হ্যাকেন অ্যাডওয়্যার পাওয়া গেছে। এ পর্যন্ত ২য় বারের মত প্লেস্টোরে এই ম্যালওয়্যার থ্রেট জোকার স্পাইওয়ারটি পাওয়া যায়। এপর্যন্ত ১,৩০,০০০ বার ১২ টি ইনফেক্টেড অ্যাপ এর মাধ্যমে ম্যালওয়্যার অ্যাপ এর মাধ্যমে ডাউনলোড হয়েছে।
ইনফেক্টেড অ্যাপগুলো:
নিচের অ্যাপগুলো স্মার্টফোনে সেটাপ থাকলে এখনি ফেলে দিন।
- Kids coloring
- Compass
- qrcode
- Fruits coloring book
- Soccer coloring book
- Fruit jump tower
- Ball number shooter
- Inongdan
- Reyflow Phote
- Mely Wpaper
- Landscape Camera Plus
- Vail SMS Plus