প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

গুগল ট্রান্সলেট এ নতুন ৫ ভাষা

এসপ্তাহে গুগল ট্রান্সলেট সার্ভিসে, গত ৪ বছরে প্রথম, নতুন ৫ ভাষা সংযুক্ত করার পর, সর্বমোট ভাষা দাড়ালো ১০৮ টি

কিনয়ারোয়ান্দা, ওডিয়া(ওরিয়া), টাটার, টার্কম্যান, উইঘুর এই ৫ ভাষা এখন লক্ষ লক্ষ ওয়েব ইউজাররাও এখন এই ভাষাগুলো শিখতে ও অনুবাদ করতে পারবে।
এই ৫ ভাষায় এখনো ৭.৫ কোটি মানুষ কথা বলে।

গুগল ট্রান্সলেট যদিও এখনো ১০০% একিউরেট হয়নি অনুবাদের ক্ষেত্রে, তবে প্রতিনিয়ত ভলান্টিয়ারদের অবদানে দিনে দিনে পরিপুর্ণতা পাচ্ছে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।