অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

স্যামসাং গুডলক কাস্টমাইজার

গুডলক, নোটিফিকেশন কাস্টমাইজার, স্যামসাং এর এক জাদু!! যারা স্যামসাং ডিভাইস গুলো ব্যবহার করেন তারা হয়তো গুডলক এর সাথে পরিচিত।

পরিচিত হবেনই বা না কেনো? কী নেই এতে?

নোটিফিকেশন প্যানেল কাস্টমাইজেশন করা থেকে শুরু করে কাস্টমাইজ করতে পারবেন লক স্ক্রিনও!

কাস্টমাইজেশনের যেনো শেষ নেই! চলুন কিছু কথা বলা যাক এই গুডলক নিয়ে।

গুডলক কী? Good Lock হচ্ছে স্যামসাং এর অফিশিয়াল অ্যাপ্লিকেশন, যা দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আপনার স্যামস্যাং ডিভাইস কে তাও আবার রুট ছাড়া, ভাবা যায় এগ্লা?

কিভাবে গুডলক ডাউনলোড করবো?

Good Lock এপ্লিকেশনটা এশিয়ার অনেক দেশেই এভেইলেবল না, হাজার চেষ্টা করেও Galaxy Store থেকে ডাউনলোড করতে পারবেন না, দেখাবেই নাহ। যেহেতু আমরা এশিয়ার অন্তর্ভুক্ত, না দেখানোটাই স্বাভাবিক।

হ্যাঁ, গুগল থেকে ডাউনলোড করবেন, কিন্তু কাজ করবেনা। তাহলে উপায়?

  • আপনার Galaxy Store এর ক্যাশ ও ডাটা ক্লিয়ার করে নিন।
  • আপনার ২টা সিমই খুলে ফেলুন।
  • ফোন রিষ্টার্ট দিন।
  • ফোন রিষ্টার্ট হওয়ার পর অন হলে এমেরিকান ভিপিএন কানেক্ট করুন।
  • Galaxy Store এ যান, Good Lock লিখে সার্চ দিন, কি?? দেখাচ্ছে?
  • দেখাবেই তো, এবার ডাউনলোড করুন।

কিভাবে কাস্টমাইজেশন করবো?


ডাউনলোড করে Open করার পর দেখবেন ভেতরে অনেক গুলো ইন্ডিভিজুয়াল এপ্লিকেশন দেখাচ্ছে, এই যেমন ; Lockstar, Quickstar, Task Changer, MultiStar, NotiStar, এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা কাস্টমাইজেশন করার জন্য তৈরি।

একেকটা দিয়ে একেকরকম কাস্টমাইজেশন করতে পারবেন, এই যেমন

Lockstar দিয়ে লকস্ক্রিন, QuickStar দিয়ে নোটিফিকেশন প্যানেল,

Task Changer দিয়ে Recent Apps এর View,

MultiStar দিয়ে Split Screen,

Pop-Up ভিউ এর মতো সুবিধা চালু করতে পারবেন।

Recent Apps View সাজেশন থাকলো LIST করার, এটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। LIST থেকে সহজেই Pop-up, Split Screen করতে পারবেন, যে এপ এ করতে চান সেটার লোগো তে ক্লিক করলেই দেখাবে অনেক গুলা অপশন, যে Pop-up, Split Screen সাপোর্ট করে সেগুলা তে দেখাবে। আপনারা ডাউনলোড করলে নিজেই সব বুঝে নিতে পারবেন।

নোটিফিকেশন প্যানেল ট্রান্সপারেন্ট করতে চাইলে যেকোনো কালার এর অপাসিটি 0% করে দিলেই ব্যাস, হয়ে গেলো ট্রান্সপারেন্ট! 😁

আরো অনেক কিছুই কাস্টমাইজেশন করতে পারবেন, যা সব কিছু এই এক পোষ্টে বলা সম্ভব না। প্রচ্চুর অপশন আছে কাস্টমাইজেশন করার।
চেষ্টা করবেন একবারে সব কিছু কাস্টমাইজেশন করে নিতে, কারণ এর পরেরবার যদি ভুল করে ভিপিএন ছাড়া ঢুকেন তাহলে বলবে “This item isn’t available in your country

তখন আবার Good Lock কে সচল করতে হলে; Good Lock এর Data + Cache ক্লিয়ার করে নিবেন, সিম খুলে নিবেন, রিষ্টার্ট দিবেন, ভিপিএন কানেক্ট করে নিবেন, এবার আবার কাজ করবে।

স্যামসাং এর ডিভাইস ছাড়া অন্যান্য ব্র‍্যান্ডের ডিভাইজ গুলোতে কাজ করবে?

এটা ট্রাই করার সুযোগ পাইনি, যেহেতু আমার বাসায় একটা মাত্রই স্মার্টফোন, আর সেটা আমারটা। আপনারা নিজেরাই ট্রাই করে দেখে নিতে পারেন, তবে নিজ দায়িত্বে। আর যেহেতু এটা স্যামসাং ডিভাইজ গুলার জন্য তৈরি করা হয়েছে, তাই মনে হয়না অন্যান্য ডিভাইজ গুলাতে কাজ করবে।

Good Lock কি সেফ?


যেহেতু এটা স্যামসাং এর নিজস্ব একটা এপ্লিকেশন তাই সেফ বলা যেতেই পারে, বাকিটা আপনাদের উপর, অন্তত আমার প্রতিদিনের ব্যাবহারে কোনো সমস্যা করতে দেখিনি।

ডায়াল প্যাড ও সেটিং এ ফুলের ব্যাকগ্রাউন্ডটা কোনো কাস্টমাইজেশন না, এটা OUR NATUREG AUTUMN FLOWERS থিম এপ্লাই করলে এটোমেটিক হয়ে যায়।

ইয়া মাবুদ লম্বা এই পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ, আপনাদের কাস্টমাইজেশনও দেখান কমেন্ট বক্সে।

🌸 সংগৃহীত বিজয়বাবু © CM Musa

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।