আইফোন ১২ রিলিজ পেছাচ্ছে করোনা!
স্মার্টফোন বাজারে অন্যতম প্রতিষ্ঠান অ্যাপল তাদের গ্রাহকদের প্রতিবছর আইফোন সিরিজ’র নতুন সংস্করণ উপহার দেয়। আইফোন ১২ রিলিজ ও সেভাবেই হবার কথা ছিলো। কিন্তু
এবছর সেপ্টেম্বরে আইফোন’র নতুন সংস্করন আইফোন ১২ আসার কথা থাকলেও চীনে চলমান মহামারি করোনাভাইরাস এর কারনে এই ফোনের রিলিজের তারিখ বেশ কয়েক মাস পেছানোর আসংখা আছে।
সাধারনত চিনের নতুন বছরের শুরুতে ফেব্রুয়ারী মাসে অ্যাপল তাদের নতুন ফোনের কার্যক্রম শুরু করে। এসময় চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন এর সাথে নতুন সংস্করন এর ব্যাপারে নিয়মিত চীনে তাদের যাতায়াত থাকে।
কিন্তু করোনাভাইরাস এর কারনে চীনে ভ্রমণ নিষেধাজ্ঞা ও কারখানা বন্ধের বিধিনিষেধ থাকায় এবছর ফক্সকনের সাথে অ্যাপল এর কোন বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায় নি।
আইফোনের উৎপাদনকারী কারখানাগুলো চীনের হুবেই প্রদেশের বাইরে থাকলেও কর্মী সংকটে উৎপাদনে ধীর গতি লক্ষ্য করা গেছে।
ফলে আইফোন ১২ বাজারে পেতে ক্রেতাগনকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি অপেক্ষা করতে হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।