থ্রীডি (৩ডি) ছবি নিয়ে ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্লাটফর্ম ফেসবুকে সম্প্রতি যুক্ত হল ত্রিমাত্রিক ছবির ফিচার। ২০১৮ সাল থেকে ফেসবুকে এই ফিচারটি পাওয়া গেলেও তখন সবাই এই ফিচারটি ব্যাবহার করতে পারতেন না।
শুধুমাত্র ডুয়াল ক্যামেরা যুক্ত হাই-এন্ড মোবাইল ফোন রয়েছে এমন ব্যাক্তিই এই ফিচারটি ব্যাবহার করতে পারতেন। সম্প্রতি ফেসবুকে ত্রি মাত্রিক ছবি আপলোড প্রযুক্তি তে পরিবর্তন এনেছে ফেসবুক।
এখন থেকে সিঙ্গেল ক্যামেরার ফোন থেকেও ফেসবুকে আপলোড করা যাবে ত্রিমাত্রিক ছবি। এছাড়াও ফোনের স্টোরেজ থেকে পুরনো যেকোনো দ্বিমাত্রিক ছবি কেও ত্রিমাত্রিক করে আপলোড করা যাবে ফেসবুকে।
আইফোন ৭ বা এর আপডেট ভার্সন এবং মিড বাজেটের অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীগণ এই ফিচারটি পাবেন বলে এক ব্লগে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।