টিপস/ট্রিক্সপ্রতিবেদন

সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে সতর্কতা !!

  • অনলাইন ফ্রড হতে সাবধান থাকা
  • অনলাইনে কেনাকাটার (ইকমার্স ব্যাতীত) সময় এক্সট্রা সতর্কতা বজায় রাখা
  • ক্যাশ পেমেন্ট না করে চেক/মোবাইল ব্যাংকিং ইত্যাদি ডকুমেন্টেড পেমেন্ট করা
  • প্রয়োজনে ন্যাশনাল আইডি কার্ড বা ফটো আইডি সংগ্রহ রাখা
  • দেখা করে কেনাকাটা

বিশ্বে নিত্যনতুন প্রিমিয়াম ডিভাইস এর দাম প্রায় আকাশচুম্বী। আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং নোট সিরিজ যেকোন ফ্ল্যাগশীপ ডিভাইসের দাম হাজার ৫০ এর নিচে নয়। এই উচ্চমূল্য চোরাই মার্কেটের চাহিদা ধরে রাখে। কারন অনেকেরই সাধ থাকলে কেনার সাধ্য থাকেনা এই সেট গুলো চালানোর।

এই গ্যাপ কে কাজে লাগিয়ে প্রায় অর্ধেক বা তার কম দামেই অনেকে চোরাই বা সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেট গুলো পেয়ে থাকেন। এ ক্ষেত্রে অপরাধ ও অনেক বেশি ঘটার সুযোগ থাকে।

কিছু সন্দেহের ব্যাপার ঘটতে পারেঃ


  • স্মার্টফোন বিক্রিতে তাড়াহুড়া করা।
  • ক্যাশ পেমেন্টের জন্য জোর করা
  • ভিজুয়াল রেকর্ড থাকে এমন জায়গা এড়ানো।

আমাদের দেশে বহুল জনপ্রিয় ও নির্ভরযোগ্য ব্যবহৃত পন্য বেচাকেনার অনলাইন ক্লাসিফাইড সাইট বিক্রয় ডট কম, এ ক্রেতা ও বিক্রেতারা সহজেই তাদের পণ্য কেনা বেচা করে।

আর সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের এক বিশাল সমারোহ এই বিক্রয় ডট কম, যেখানে মোবাইল বাজার দর চেয়েও কম দামে মোবাইল কিনতে পারবেন সহজেই।
উল্লেখ্যঃ বিক্রয় ডট কম যেহেতু গুণগত সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর তারপরও ক্ষেত্র বিশেষে নিজেদের সতর্কতা আবশ্যক।

অগ্রীম মূল্য পরিশোধ না করা ভালো প্র্যাক্টিস যাতে অনেক ক্ষেত্রেই প্রতারণার শিকার হবার আসংকা থাকে।

এছাড়াও সঠিক জিনিসের পাশাপাশি অনেকেই কপি জিনিস কিনে প্রতারনা হবার রেকর্ড আছে। এক্ষেত্রে জনপ্রিয় ব্র্যান্ড এর বিভিন্ন মডেল কপি সুপার কপি, মাস্টার কপি হয় বেশি।

এক্ষেত্রে কিছু জিনিস হাইলি রিস্কিঃ


  • বাজার মূল্যের চেয়ে লোভনীয় মূল্য / ৩০% এর কম বেশি থাকা।
  • বুকিং / অ্যাডভান্স মানি নেওয়া ৫০০/১০০০/২০০ বা মূল্যের অর্ধেক চাওয়া
  • কুরিয়ারে নিতে চাইলে ফেইক রিসিট দেখানো
  • ফেইক এস এম এস নোটিফিকেশান
  • কোন স্পেসিফিক ঠিকানা না দেওয়া

ফ্রডরা এই টাকা নেবার পর আপনাকে ব্লক করতে সেকন্ড সময় লাগবেনা।

সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে যা লক্ষ্য করবেন


১. কার কাছ থেকে কিনছেন

২. কোম্পানির ওয়ারেন্টি কার্ড

৩. সফটওয়্যার চেক

৪. ফুল বক্স (ফোনের ও বক্সের Imei মিলিয়ে নিন)

৫. হার্ডওয়্যার টেস্ট

৬. মোবাইল নাম্বার এর তথ্য চেক করার ( ফেসবুকে/ট্রুকলারে/গুগলে)

তবে এত কিছুর পর ও আপনি চাইলে দোকান থেকে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে পারেন, কারন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরিফাইড মালিক থেকেই প্রোডাক্ট সংগ্রহ করে থাকেন।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

One thought on “সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে সতর্কতা !!

  • ভাল লেখা শেযার করার জন্য ধন্যবাদ,

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।