১ম অপো স্মার্টওয়াচ উন্মোচন শুক্রবার
আগামি শুক্রবার, ৬ মার্চ, অপো স্মার্টওয়াচ বাজারে আসছে যা ১ম বারের মত অপো পরিবারের স্মার্ট ওয়াচ। গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে হাইপাবলয়েড ফ্লেস্কিবল স্ক্রীন ডিজাইনে এই স্মার্টওয়াচটির ব্যাপারে গতকাল এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে অপো।
টুইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রচলিত গোল ডায়াল এর পরিবর্তে ঘড়িটিতে চতুষ্কোণ কার্ভ ডায়াল ব্যবহার করা হয়েছে। এর ইন্টারফেস দেখে ধারণা করা যায় ঘড়িটিতে ইসীম কলের সুবিধা থাকবে।
ঘড়িটির মেটাল বডির ডান দিকে দুইটি বাটন লক্ষ্য করা গেছে। কালো ও গোল্ড ২টি রঙে ঘড়িটি পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে।
অপো ফাইন্ড এক্স ২, ২২ই ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ উন্মোচন করার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে বর্তমানে করোনাভাইরাস এর মহামারীর কারনে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় অপো ফাইন্ড এক্স ২ রিলিজ এর নতুন তারিখ ৬ মার্চ । সেদিনই অপোর স্মার্ট ওয়াচ রিলিজ হবে বলে ধারণা করা হচ্ছিলো।
ধারণা করা হচ্ছে এর দাম ২৬০০০ টাকা সমমূল্যের হতে পারে।