রেডমি কে৩০ বিক্রি ১০ লক্ষ
রেডমি চায়নাতে তাদের রেডমি কে৩০ ( পোকো এক্স২ ) মডেলটি এখন পর্যন্ত প্রায় ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে বলে এক বিবৃতিতে প্রকাশ করেছে।
রেডমি কে৩০ কেন কিনবোই! [ইউজার রিভিউ]
গত বছরের ডিসেম্বর এ রেডমি কে ৩০ উন্মোচন করা হয়। উন্মোচন এর পর থেকেই গ্রাহকগনের মাঝে ব্যপক সাড়া ফেলেছে ফোনটি। গত তিন মাসেই শুধুমাত্র চায়নাতেই বিক্রি হয়েছে প্রায় ১০ লক্ষ ফোন।
ফোনটি একই সাথে ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াইফাই সাপোর্ট করতে পারে। ফোনটির এত জনপ্রিয়তার পেছনে এর ডুয়াল ৫ জি মুড সাপোর্ট করার ক্ষমতাকে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া এই মার্চে রেডমি কে৩০ প্রো উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।