তথ্য-প্রযুক্তি-ও-বিজ্ঞানপ্রতিবেদনপ্রযুক্তির-বিস্ময়সর্বশেষ টেক নিউজ

করোনা সনাক্তে আলিবাবা’র এআই প্রযুক্তি

মাত্র ২০ সেকেন্ডের মধ্যে (মহামারী করোনাভাইরাস এ আক্রান্ত ব্যাক্তিকে) সনাক্তকরতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা)কে কাজে লাগানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনের দ্বিতীয় বৃহত্তম টেকনোলোজি প্রতিষ্ঠান আলিবাবা।

এ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি কম্পিউটারাইজড টমোগ্রাফি স্ক্যান্ (সিটি স্ক্যান) এর উপর ভিত্তি করে শতকরা প্রায় ৯৬ শতাংশ ঠিক ফলাফল দেয় বলে জানিয়েছে আলিবাবা কতৃপক্ষ।

আলিবাবার গবেষণাকেন্দ্র ডেমো একাডেমী তে এ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তিটির উদ্ভাবন ও গবেষণা চলেছে । গবেষকগণ করোনাভাইরাস এ আক্রান্ত প্রায় ৫০০০ ব্যাক্তির সিটি স্ক্যান এর ছবির সমন্বয়ে প্রযুক্তিটির উন্নয়ন ঘটিয়েছে।

সন্দেহজনক ব্যাক্তির সিটি স্ক্যান এর ছবির সাথে উক্ত ছবির তুলনার ভিত্তিতে দ্রুততার সাথে মাত্র ২০ সেকেন্ড এ শতকরা ৯৬ শতাংশ সঠিকভাবে বলে দিতে পারে ব্যাক্তিটি আক্রান্ত কিনা। যেখানে একজন ডাক্তার এর সময় প্রয়োজন হয় ১৫ মিনিট এর মত।

হেনান প্রদেশ এর জেনজু হসপিটালে এই প্রযুক্তির দ্বারা রোগ নির্ণয় এর কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি হুবেই প্রদেশসহ অন্যান্য প্রদেশ এর হসপিটালগুলতেও এই সেবা পাওয়া যাবে জানিয়েছে আলিবাবা।

এছাড়া করোনাভাইরাস এর প্রতিষেধক ভ্যাক্সিন উদ্ভাবনে প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা আলিবাবা থেকে পাওয়া যাবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।