মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

অপো ফাইন্ড এক্স ২ স্ন্যাপড্রাগণ ৮৬৫ ও ১২০ হার্য ডিসপ্লে

২০১৮ সালের আলোচিত অপো ফাইন্ড এক্স’র সাক্সেসর অপো ফাইন্ড এক্স ২ রিলিজ হচ্ছে আগামী ৬ মার্চ, শুক্রবার।

ফোনটি ২২ই ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ উন্মোচন করার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে বর্তমানে করোনাভাইরাস এর মহামারীর কারনে অনুষ্ঠানটি বাতিল করা হয়। এরপর থেকেই অপো ফাইন্ড এক্স ২ রিলিজ এড় নতুন তারিখ নিয়ে গুঞ্জন চলতে থাকে।

২০১৯ সালে চীনের শেনচেন এ আয়জিত Oppo Inno Day 2019 এ Oppo কোম্পানি ফাইন্ড সিরিজ এর নতুন ফোন অপো ফাইন্ড এক্স ২ নিয়ে আসার ঘোষণা করে। সম্প্রতি পাওয়া এক তথ্যের ভিত্তিতে জানা গেছে অপো ফাইন্ড এক্স ২ ফোনটি আগামি মার্চ মাসের ৬ তারিখে উন্মোচন করা হতে পারে।

ডিসপ্লেঃ

অপো ফাইন্ড এক্স ২ ফোনটিতে বরাবর এর মতই ডিসপ্লে তে থাকছে নতুন চমক। ওপ্পোর মার্কেটিং ভিপি ব্রাইয়ান শেন এর এক টুইট বার্তা থেকে জানা যায় ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৩কে রেজুলেশন ডিসপ্লে দেখা যেতে পারে।

ক্যামেরাঃ

ফোনটির ক্যামেরা সম্পর্কে এখনও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি। তবে ফোনটির সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল সম্পন্ন হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

প্রসেসরঃ

অপারেটিং সিস্টেম আন্ড্রয়েড ১০ এর এই ফোনটিতে Qualcomm Snapdragon 865 প্রসেসর।

স্টোরেজ ও র‍্যামঃ

এর সাথে রয়েছে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম।

ব্যাটারিঃ

ব্যাটারি ব্যাকাপ হিসেবে 65W Super VOOC ফাস্ট চার্জিং প্রযুক্তির 4,065 mAh ব্যাটারি ব্যবহার হতে পারে।

অপো ফাইন্ড এক্স ২’র দামঃ

কালো ও নীল রঙের ফোনটির দাম প্রায় লাখ টাকার কাছাকাছি!

অপো ফাইন্ড এক্স ২ রিলিজ এর দিন OPPO এর ১ম স্মার্ট ওয়াচ ও রিলিজ হওয়ার খবর জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।