ওয়্যারেবলসর্বশেষ টেক নিউজ

রিয়েলমি ফিটনেস ব্যান্ড এ ক্রিকেট মোড

রিয়েলমি হালের জনপ্রিয় শাওমি’র বিজনেস মডেল ফলো করে খুব কম দামে ফোন যেমন আনছে, একই পথে ওয়্যারেবল করলে দোষ কি! আজকে রিয়েলমি ফিটনেস ব্যান্ড এর ঘোষনা আসলো,  যা নিঃসন্দেহে শাওমি মি ব্যান্ড কে টেক্কা দিতেই আসছে। বাকীটা দেখার বিষয় কোয়ালিটি নিয়ে

রিয়েলমি ফিটনেস ব্যান্ড ফিচারসমূহঃ

  • .৯৬”(ইঞ্চি) কালার ডিসপ্লে
  • ৮০*১৬০ পিক্সেল রেজলুশন
  • ৬৪ বর্নের স্ক্রীন
  • ৫ টি ওয়াচ ফেস (এখনও পর্যন্ত)
  • আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট (১.৫ মিটার)
  • ইউএসবি টাইপ এ প্লাগ
  • ৯০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি (১০ দিন ব্যাকাপ)
  • হার্ট রেট সেন্সর
  • স্টেপ কাউন্ট
  • হাইড্রেশান এলার্ট
  • স্পোর্টস মুড ( ক্রিকেট ইউওগা ওয়াকিং হাইকিং ইত্যাদি)

রিয়েলমি ফিটনেস ব্যান্ড এ ক্রিকেট মোড 2

৩ কালার, কালো, অলিভ গ্রিণ ও হলুদ কালারের ব্যান্ড গুলোর দাম পরবে ১৮০০ টাকার মত।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।