হুয়াওয়ে অ্যাপ আপলোড’র সুযোগ দেশি ডেভলপারদের
সম্প্রতি হুয়াওয়ের বৈশ্বিক ‘ডেভেলপার ডে অনলাইন সামিট’ অনুষ্ঠানে নিজস্ব অ্যাপ গ্যালারির তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে হুয়াওয়ে জানায়, বিশ্বের শীর্ষ ৩টি অ্যাপ মার্কেটপ্লেসের ১টি হুয়াওয়ে অ্যাপ গ্যালারি। যার বর্তমানে ১৭০টি দেশে ৪০ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
অ্যাপ গ্যালারিটি সমৃদ্ধির জন্য হুয়াওয়ে মোবাইল সার্ভিস (এইচএমএস) নিবন্ধিত ১৩ লাখ ডেভলপার ও ৩ হাজার প্রকৌশলী নিরলসভাসে হুয়াওয়ের সঙ্গে কাজ করছেন। যেখানে ইতিমধ্যে গ্যালারিতে ৫৫ হাজারের বেশি অ্যাপ যুক্ত করা হয়েছে।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেসের গ্লোবাল পার্টনারশিপ ও ইকো-ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওয়াং ইয়ানমিন বলেন,
স্মার্টফোন ব্যবহার অভিজ্ঞতার মূলেই রয়েছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ। ফাইভজির যুগে অ্যাপ মার্কেটপ্লেস এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যমান বিভিন্ন অ্যাপ মার্কেটপ্লেসের ওপর পরিচালিত একটি গবেষণা থেকে দেখা যায়, গ্রাহকেরা এখন মূলত অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি সচেতন। বিশ্বব্যাপী নানা ডেভেলপারদের সঙ্গে নিয়ে হুয়াওয়ে এ রকম একটি নিরাপদ ও সুরক্ষিত ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করতে পারে, যা থেকে বিশ্বব্যাপী গ্রাহক ও ডেভেলপার উভয় উপকৃত হবে।
হুয়াওয়ে নিরাপদ ও সুরক্ষিত ইকোসিস্টেম গড়ে তুলতে তাদের ইকোসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় ৩ হাজার প্রকৌশলী নিয়োগ দিয়েছে। ম্যাপস কিট, মেশিন লার্নিং কিট, স্ক্যান কিট, অ্যাকাউন্ট কিট, পেমেন্টস কিটসহ এইচএমএসের কোর কিটের সংখ্যা এখন ২৪।
হুয়াওয়ে অ্যাপ আপলোড’র সুযোগ গ্যালারিতে দেশি ডেভলপারদের:
গত ১ মার্চ, রোববার বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয় হুয়াওয়ের এইচএমএস সমর্থিত ফ্লাগশিপ স্মার্টফোন মেট ৩০ প্রো। উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়,
বাংলাদেশে ৩০ লাখের বেশি হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের স্মার্টফোনে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি প্রি-ইন্সটল রয়েছে। এখন পর্যন্ত দেশে অ্যাপ গ্যালারির সক্রিয় গ্রাহক রয়েছেন ৪ লাখের বেশি। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপগুলো অ্যাপ গ্যালারিতে আপলোডের কাজ চলছে।
হুয়াওয়ে জানায়,
বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপগুলো অ্যাপ গ্যালারিতে আপলোডের কাজ চলছে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে তার অ্যাপটি আপলোড করে সারাবিশ্বে হুয়াওয়ে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারেন।
অ্যাপ রেজিস্ট্রার ও আপলোডের লিঙ্কঃ https://developer.huawei.com/consumer/en/devservice/doc/30204।