স্যামসাং গ্যালাক্সি নোট ২০ লিকস, প্রাইস, স্পেক
১২৮ জিবি সর্বনিম্ন ইন্টারনাল মেমরি নিয়ে বাজারে আসছে ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি নোট ২০। সম্প্রতি এ সম্পর্কিত ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এর বিভিন্ন মডেল এর ডিভাইসগুলোর মধ্যে সর্বনিম্ন স্টোরেজ থাকবে ১২৮ জিবি।
বছরের শুরুতে রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি নোট ১০ ডিভাইসটি ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে (গ্যালাক্সি নোট ১০ লাইট, ১২৮ জিবি স্টোরেজ) পাওয়া গেলেও এই ডিভাইসটিতে এক্সটারনাল স্টোরেজ ব্যাবহারের সুবিধা নেই।
তবে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ তে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি এক্সটারনাল স্টোরেজ ব্যাবহারের সুবিধাও থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে, স্যামসাং তাদে ৫জি অপটিমাইজড ওলেড ডিসপ্লে এনেছে, যা একই সাথে কম পাওয়ার ও ক্ষীন নীল আলো ছড়াবে। যা গ্যালাক্সি নোট ২০ কে ভালো ব্যাটারি ব্যাকাপ এনে দিবে।
সম্প্রতি ৬/৭ ন্যানো মিটার এর মোবাইল প্রসেসর উৎপাদনে জোর দিচ্ছে যা দিয়ে পাতলা চেসিসেই আরো পাওয়ারফুল ফোন পাওয়া সম্ভব।
The Galaxy Note20 will use a more fine-tuned 120Hz refresh rate technology.
— Ice universe (@UniverseIce) February 4, 2020
তবে উপরের টুইটের সূত্রমতে, নোট২০ তে এস ২০’র চেয়ে বেটার ১২০ হার্য রিফ্রেশ রেট এর ডিসপ্লে দেখা যাবে।
দেখার বিষয় কেমন চমক থাকে কমপ্লিট প্যাক এ।