করোনা আতঙ্কে ফেসবুক অফিস বন্ধ!
করোনাভাইরাস আতঙ্কে এবার অফিস বন্ধের ঘোষোনা আসল ফেসবুক কর্তৃপক্ষ থেকে। সিঙ্গাপুর এর ফেসবুক অফিস এ একজন কর্মী করোনাভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত সনাক্ত হওয়ায় শুক্রবার ফেসবুক সিঙ্গাপুর ও লন্ডন এ তাদের অফিস বন্ধের ঘোষোনা দেয়।
ফেসবুকের লন্ডন ও সিঙ্গাপুর অফিস ভালোভাবে পরিষ্কার ও জিবাণুমুক্ত করা হচ্ছে। এই উদ্দেশ্যে সোমবার পর্যন্ত অফিস বন্ধ করা হচ্ছে, শুক্রবার এক বার্তায় জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ।
এছাড়া, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ফেসবুকের সাংহাই অফিস বন্ধ রাখা হয়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়া, সানফ্রান্সিসকো বে এলাকার কর্মীদের বাড়িতে থেকে কাজ করার কথা বলা হয়েছে।
ফেসবুকের এক মুখপাত্র বলেছেন,” আমাদের সিঙ্গাপুর অফিসের একজন কর্মী, যিনি করোনাভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত সনাক্ত হয়েছেন, তিনি ২২-২6 ফেব্রুয়ারি আমাদের লন্ডন অফিসে যাতায়াত করেছিলেন। তাই ভালোভাবে পরিষ্কার ও জিবাণুমুক্ত জন্য আমরা সোমবার পর্যন্ত আমাদের লন্ডন অফিস বন্ধ করে দিচ্ছি এবং কর্মীরা সেই পর্যন্ত বাড়ি থেকে কাজ করছেন।”
আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা ব্যাক্তিদেরকেও সতর্ক থাকতে বলেছে ফেসবুক।